| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবান
আমি উত্তরের বারান্দায় ঠায় দাঁড়িয়ে তুমি আসবে বলে। আমার যা আছে সব তোমার হলো। আমি আজ তোমার তরে বিলীন হবো।
আমার আলমারির ছোট্ট তাকে
রোদের আলো মুচকি হাসে।
ঘুন পোকাদের ঘুম ভেঙেছে
গিরগিটি তাই ফন্দি আটে।
কাঠের ফাঁকে মস্ত ফুটো
রোজ বিকেলের বাগান বিলাস।
চায়ের কাপে চুমুক দিয়ে
ঘুম ভাঙানি গান গাইছে।
ইচ্ছেরা সব এলোমেলো
দেয়াল ঘড়ি ভাঙছে মিছে।
আশেপাশে তোমার স্মৃতি
রংধনু রঙ আকাশ জুড়ে।
ঘাস ফড়িঙের কষ্ট গুলো
চার দেয়ালে ডুমরে কাদে
রাস্তারা সব এঁকেবেকে
শেষ ঠিকানায় পৌঁছে গেছ।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
স্বপ্নবান বলেছেন: ধন্যবাদ।
২|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০
বাংলার নেতা বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
স্বপ্নবান বলেছেন: ধন্যবাদ।
৩|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার মনোমুগ্ধকর।
৪|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার মনোমুগ্ধকর।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
স্বপ্নবান বলেছেন: ধন্যবাদ।
৫|
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
মো: ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভাললাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
হুকুম আলী বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল।