![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
অকারণ
উচ্চারণ
বৃথা শব্দের অপচয়
অভিমানে
খুব গোপনে
নীরবতাও কথা কয়।।
বোবা পাহাড়
তবু তাহার
বুক ভরা কান্না রয়
বিষাদ শোকে
পাথর চোখে
আর কোন অশ্রু নয়।।
বুকে ক্ষরণ
কি যে দহন
অবুঝ মন কেমনে সয়
এক পৃথিবী
কষ্ট সবই
জমা রাখে এই হৃদয়।।
- স্বপ্ন
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎতকার
ভালোলাগা রেখেগেলাম
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৬:০০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অল্প কথায় খুব গোছানো... ভালো লেগেছে