![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুসময়ের কুকিল আমি
কুহু কুহু ডাকি
দুঃসময়ে পালাই আমি
দিলেম তোমায় ফাঁকি..................
আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি।মেয়েটা তখন ও ছেলেটাকে avoid করতো বলতো কি আছে তোমার কোথায় তুমি আর কোথায় আমি তোমার সাথে আমার যায় না সবশেষ অপমানের এক ঘা চড় (কুকিল বিদায়)।
কন্য দিলা না দিলা না
মন তো দিলা না
কাছে আইসা কুকিল
সাইজা মনের খবর নিলা না.............
সেই থেকে আবির্ভাব হলো নতুন এক সালমানের।সালমান এখন সুলতান,বক্সার সুলতান।তার যশ খ্যাতি বাড়তে থাকলো।অবশেষে কন্যার আগমন (সুসময়ের কুকলি রূপে)।
কত সুখ কত মায়া
দিলে মোর মনে
ইচ্ছ করে হারিয়ে যাই
নীল আকাশের কোনে..............................
হঠাৎ করেই বর্ষার কালো মেঘরে মতো অন্ধকার নেমে এলো সুলতানের জীবনে।বুকের একটা হাড় ভেঙে গেছে ওর।জীবনের দুঃসময় নেমে আসে মেঘের হাওয়ায় ভেসে ভেসে।সন্ধার এ ঘন কালো নিঃস্তব্ধতার মাঝে পাখিটা ও আর সঙ্গ দিচ্ছে না সুলতানকে। সুলতান আবার একা (পাখি চলে গেছে)।
ফিরে তো পাবো না
তোকে যে আমি আর
কোথায় পালালি
হয়ে গেলি তুই কার..........................................
©somewhere in net ltd.