![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু আগেই বসে বসে চিন্তা করতেছিলাম, বাংলা সিনেমা দেখে দেখে কী শিখলাম বা জানতে পারলাম ... সেগুলারই একটা লিস্টি বানায়ে ফেললাম !!
১) বাংলা সিনেমা দেখেই জানতে পারছিঃ কাউরে ঘুষি বা লাত্থি মারার সময় "ওয়াই ঢিশুয়েইক ঢিশু ওওও ঢিশু ইশু ইশু ইশু ইশু ইশুউউউউউউউউউ" - টাইপ আওয়াজ হয় !! :v
২) বাংলা সিনেমা দেখেই জানতে পারছিঃ কেউ হার্ট অ্যাটাক করুক আর গুলি খাক কিংবা গাড়িই চাপা পড়ুক, মরার আগে পেটের মধ্যে যত কথা আছে, সব শেষ কইরা তারপরেই সে মরবে !!
৩) আরো জানতে পারছি, বাংলা সিনেমার "আনোয়ার হোসেন" আর "প্রবীর মিত্র" বিশ্বে সর্বাধিকবার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছেন !! 3
৪) এছাড়াও জানতে পারছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ যেই কালই হোক না কেন, বাংলা সিনেমায় কেউ কোন শকিং নিউজ শুনলেই আকাশে ঠাডা পড়া শুরু করে এবং ঝড় শুরু হয় ... ঐ ঝড়ে নায়ক/নায়িকা উদভ্রান্তের মত হাঁটতে থাকে এবং গান গায় !! :p
৫) জীবনে কোনদিন আইন আদালত এর কোন ধারা টারা বুঝি না ... তবে বাংলা সিনেমা দেখেই জানতে পারছি, বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী কী শাস্তি হয় !!
৬) নিউটন বেঁচে থাকাকালীন, বাংলা সিনেমা শুরু হয় নাই ... নাইলে উনি মারামারির দৃশ্যে নায়কের শূন্যে ভেসে ভেসে ঘুষি লাত্থি মারা দেখে মাধ্যাকর্ষণ সূত্র ভুইলা গিয়া কচু গাছে ফাঁস দিয়া মরতেন !! :p
৭) একমাত্র বাংলা সিনেমায় ব্যবহৃত পিস্তল থেকেই আকিজ বিড়ির মত ধোয়া বাইর হয় !! :p
৮) এখন পর্যন্ত এমন কোন বাংলা সিনেমা বের হয় নাই, যেইটায় কেউ মরে নাই !!
৯) একমাত্র বাংলা সিনেমাতেই একটা বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে বড় হইয়া নায়ক হইয়া যায় !!
১০) এবং বাংলা সিনেমার পুলিশই একমাত্র পুলিশ, যারা কোন কিছু না দেখে, না শুনেই ঘটনার শেষে এসে কেমনে জানি ভিলেনকে এসে ধরে আর বলে, "আইন নিজের হাতে তুলে নেবেন না" !!
পরিশেষে বাংলা সিনেমার সকল নায়ক-নায়িকা-ভিলেন আর অন্যান্যদেরকে আমার সংগ্রামী লাল সালাম ... তারা কেমনে হাসি চাইপা রাইখা এইসব ডায়ালগ দেয় আর অভিনয় করে, সেইটা তারাই ভালো জানে !! >:O
২| ২৫ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১১) একমাত্র বাংলা সিনেমাতেই ভিলেন ফায়ার করার পর নায়ক আওয়াজ শুইনা ডাইন/বাম কাইত হৈয়া সেফ হয়।
১২) একমাত্র বাংলা সিনেমাতেই নায়করে গুলি করছে দেখার পর পার্শ্বচরিত্র লাফ দিয়া নিজে গুলি খাইয়া নায়করে সেফ করে।
১৩) একমাত্র বাংলা সিনেমাতেই ডিএনএ টেস্ট ছাড়া শুধুমাত্র বিশ বছর আগের গাওয়া গান দিয়া বাপে পুলারে,ভাই ভাইরে,প্রেমিকা প্রেমিকরে চিনতে পারে।
৩| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৪
সিলা বলেছেন: ar porisese ek matro amadre sakib apuri sobce besi rekod ache meye bises kore naikader hate thappor khaoa .
jar mon kharap hobe se bangla chinema dekhe na hese parbeina....
apnar 6. ta pore haste haste....... nana khat theke porinai.
৪| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬
বাংলার জামিনদার বলেছেন: আসল কথাই তো কন নাই। ভিলেন নায়িকারে জংগল বাড়িতে ধইরা নিয়া যায়, নায়ক রে আসার লাইগা ঠিকানা দিয়া দেয়, এবং এরপর কয়েক ঘন্টা সময় পাওয়ার পড়েও কিছুই করতে পারেনা।
৫| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫০
সিগনেচার নসিব বলেছেন: দারুন ইতিহাস !!
৬| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৭
শরীফ শাওন বলেছেন: হিন্দি ছবি তো দাদা দেখাই হয় না দেখে বলি
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ রাত ২:৪০
মুক্তকণ্ঠ বলেছেন: তো হিন্দি সিনেমা দেখে কী কী শিখলেন দাদা?