![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সম্পর্ক শেষ করা এখন একটা কাগজ কে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়ার মতই সহজ !!
যে মানুষটা অনেক দিন যাবৎ তোমাকে ভালবেসে আসছে। আজ হঠাৎ করে তোমাকে সে বলল.. "আমি তোমাকে ভালবাসি না, তোমাকে এখন আর আমার ভাল্লাগে না, তোমার প্রতি আমার ইনটারেস্ট নেই, আই ডিজার্ভ ব্যাটার দ্যান ইউ, ভালো থেকো তুমি.. !!
অতঃপর ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে,Facebook,Phone, whats app, Imo, থেকেও ব্লক!!!.
শেষ... সব'ইই শেষ!!...তোমার এতদিনের সাজানো স্বপ্ন গুলো, এক নিমিষে ভেঙ্গে চুরমার হয়ে গেলো !!তোমার এতদিনের বিশ্বাস ভেঙ্গে দিলো !
তোমার বুকের মাঝে তার' জায়গা করে নিয়ে, এখন হুট করে সেই জায়গাটা শূন্য করে দিয়ে.. চলে গেলো !!
এই ব্যাপার গুলো তুমি হয়তো সহজে মেনে নিতে পারবে না !!
কারণ যাকে ভালবাসা যায়, তাকে কখনো ভুলা যায় না!! মনে মধ্যে একবার ভালোবাসা তৈরি হয়ে গেলে !!
"সম্পর্কটা না থাকলেও ভালোবাসাটা থেকে যায়, কখনো কমে না !!
ভালোবাসা সহজ হলেও ভালোবাসার মানুষটাকে ভুলা যে.. খুব বেশিই কঠিন !!
আমার অভিজ্ঞতা নাই…তবুও কিভাবে জানি এদের কষ্টটা ফিল করতে পারি !!
তুমি চাইবে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে !!
বারবার নির্লজ্জের মত তুমি চেষ্টা করে যাবে মানুষটাকে ফিরিয়ে আনতে !!
কিন্তুু সে মানুষটা তোমার কোন কথাই শুনবে না !!
তোমার কান্না তার মনে আর দাগ কাটবে না !!
তোমাকে অপমান করা হবে!.. খুব চরম ভাবে তোমাকে অপমান করা হবে !!
আর সেই অপমানে তোমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করবে !
তোমার বেঁচে থাকার ইচ্ছেটা চলে যাবে !!
ঘুমের ওষুধ গিলে তুমি শান্তি পেতে চাইবে, কিন্তু শান্তি পাবে না !!
ডিপ্রেসনে পড়ে তুমি পাগল হয়ে যাবে, অনেকটা ছন্নছাড়ার মতো !!
তুমি মরতেও পারবে না, আবার বাঁচার ইচ্ছাটা চলে যাবে দূর বহু দূরে !!
তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না !!তুমি আর কখনো কাউকে ভালবাসতে পারবে না!!.
সম্ভব নাহ্ তোমার পক্ষে আর কাউকে ভালোবাসা !!
আর এইভাবে তোমাকে অসহ্য একটা জীবন কাটাতে হবে। কষ্ট আর, ডিপ্রেসন নিয়ে.. !!
.
.
ঘড়ির কাটার টিক.. টিক.. শব্দ কিংবা ক্যালেন্ডারের পাতা উল্টানোর তালে তালে সময় হয়তো চলে যাবে !!আস্তে আস্তে তুমি খেয়াল করবে!!.. "তোমার আর আগের মত কষ্ট হচ্ছে না! এখন আর আগের মতো কান্নাও আসছে না !! তার মানে তুমি কষ্ট সহ্য করতে শিখে ফেলেছ.. তুমি বেঁচে থাকতে শিখে গিয়েছ !! অমানুষদের ভীড়ে তুমি মানুষ হয়ে বেঁচে থাকতে শিখে গিয়েছ..!!
তারপর…তোমার জীবনে আবার ভালবাসা আসবে, আসতেইই হবে। ভালবাসা ছাড়া জীবন হয় নাকি?
তোমার ভয় হবে.. ভীষণ ভয় !!সবটুকু বিশ্বাস ভেঙ্গে যাওয়ার ভয়, সবগুলো স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ভয় !!কিন্তু তোমার সেই ভয়টুকুই কেউ একজন এসে দূর করে দিবে !! সবাই তো আর এক না !!
হয়তো সব ছেলে এক না,
হয়তো সব মেয়ে এক না,
হয়তো সব মানুষ এক না !!
পৃথিবীতে কি শুধু 'ভুল' মানুষই আছে…নাকি?
উহু.. 'ঠিক' মানুষও আছে আর সেই 'ঠিক' মানুষটা এসে তোমার সবকিছু ঠিক করে দিবে
তোমার জীবনে এমন একটা দিন আসবে। যেদিন তুমি আকাশের দিকে তাকিয়ে.. বুক ভরে নিঃশ্বাস নিবে আর বলবে ভালো আছি….... সত্যিইই.. খুব ভালো আছি !! এই ভালো থাকার জন্যই তো.. 'জীবন' !!
অন্তত সেই শুভ দিনটার জন্য বেঁচে থাকো !!
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:২১
শরীফ শাওন বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া..................................
২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:২৮
অরুনি মায়া অনু বলেছেন: এক হাতে কিন্তু তালি বাজেনা। একটি সম্পর্ক ভেঙে যাবার পিছনে উভয়ই দায়ী আমি মনে করি
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১:০৮
শরীফ শাওন বলেছেন: ek hate tori baje
৩| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪২
মহা সমন্বয় বলেছেন: উভয় পক্ষের কন্সিডারেশন না থাকলেই বাঁধে যত সমস্যা।
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১:১১
শরীফ শাওন বলেছেন: kaw e kaw k consider korte chay na atai sobche boro pblm
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:১২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমি আমি-ই। কেউ আমাকে ভালবাসতে পারে, আবার নাও পারে। আবেগ ভালবাসার একটি খুঁটি মাত্র।