নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটাকে উপভোগ করুন

শরীফ শাওন

খুব সাধারন কেউ

শরীফ শাওন › বিস্তারিত পোস্টঃ

মিথিলা আর আমার সম্ভাব্য প্রেম......

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২


***************************************************************************************************************************
কসবা রেল স্টেশনের ট্রেন আসা যাওয়ার সময় টা কখনই মনে থাকে না আমার। এবার ও তাই হল ট্রেন আসবে ১.৩০ মিনিটে চলে গেলাম ১২ টার সময়। আর কি বসে বসে না না রকম চিন্তা ভাবনা মনে আসতে থাকলো কাওকে দেখে মনে হয় জংগি আবার কাওকে পকেটমার নিজের পকেটটা একবার হাত দিয়ে দেখি এইত এভাবেই বসেছিলাম। আমার এসব অঘর চিন্তা ভাবনা গুলো ভাবতে ভাবতে হঠাৎ করেই দূরে বসা মেয়েটার দিকে কখন যেন চোখ পরে গেলো। হলুদ ড্রেস আর হলুদ হিজাব হাতে হলুদ চুরি ঠোঁটে হালকা লাল একটা আভা তেমন বেশি মেকাপ করে নি দেখে ই বোঝা যাচ্ছে।ভাবতে ভাবতে মেয়েটাকে কোথায় যেন হারিয়ে ফেললাম। যাক যে যাবার সে যাবে ই বসে আছি সেই আগের মত । কসবা রেলস্টেশনে ফ্যান একটাই,বসে আছি ওখানেই। কারেন্ট টা হটাৎ করেই চলে গেলো বেরিয়ে এলাম সেখান থেকে বাইরে অনেক গুলো চেয়ার দেয়া আছে বসার জন্য, সেখানে ই একটু আগের মেয়ে টা কে আবার খুজে পেলাম ওর পাশের চেয়ার টা ও দাখলাম খালি আর দেরি না করে সুযোগের যথার্থ ব্যবহার করে ফেললাম।
***************************************************************************************************************************
-এই যে শুনছেন এই টাকা টা মনে হয় আপনার...
-জি আপনি কি আমাকে বলছেন ?
-হুম এটা কি আপনার টাকা?
-না ভাইয়া আমার না অন্য কারো হবে,আচ্ছা আমাকে দিয়ে দেন আমি পরে মসজিদে দিয়ে দিবো......
-(গুরু র থিওরি কাজ করলো না টাকা টাকে বিনিয়োগ ভাবে বানিজ্যের সূত্রে যেতে হবে) জি এই নিন।
মুচকি একটা হাসি দিয়ে টাকাটা নিয়ে নিল মেয়েটা
-আপু কি চট্টগ্রাম যাচ্ছেন নাকি
-না আমি রসুলপুর যাব আপনি কোথায় যাচ্ছেন?
-আমি চট্টগ্রাম যাব। আপনার নামটা কি জানতে পারি?
-তানজিম আফরোজ মিথিলা আপনার?
- আমি শাওন আপনার বাসা কি রসুলপুরে-ই নাকি অন্য কোথাও।
-নোয়াখালি,আমার বাসা নোয়াখালী রসুলপুরে যাচ্ছি ফুফু-র বাসায়।
-ও আচ্ছা তা এখানে কিভাবে আসলেন
-কসবা বর্ডার মার্কেট দেখতে আসছি,তা আপনি কি করছেন এখানে?
-আমি ও বর্ডার মার্কেটটা ই দেখতে এসেছি।
-ও
-আচ্ছ আমরা কি বন্ধু হতে পারি?
-হুম হতে পারি এই যে এটা নিন এটা আমার কার্ড এখানে আমার সব contacts আছে।
এত তাড়াতাড়ি এত কিছু পেয়ে যাবো ভাবি নি......
মনে মনে ভবিষতে কিভাবে মেয়ে টা কে কিভাবে পটাবো ভাবছিলাম
এসব ভাবতে ভাবতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেলো যে আমি একদম আকাশ থেকে পরে গেলাম......।।
ছোট্ট একটা ছেলে মেয়েটাকে তার মা বলে দাবি করলো
বাচ্চাটার সেই নিস্পাপ দাবি সুবোদ বালিকা বিনা দ্বিধায় মেনে নিল......
আমি মা ছেলে র সেই ভালবাসা দেখতে ছিলাম মিথিলা আমাকে চেয়ে থাকতে দেখে এগিয়ে আসলো...
-জিসান এটা তোমার নতুন আংকেল
আংকেল কে হেলো বলো...।।
-হেলো আংকেল কেমন আছেন আংকেল......?
মুহূর্তের মধ্যে মেয়েটা মেয়ে থেকে মহিলা হইয়ে গেলো আর আমি চেয়ে ই থাকলাম বাচ্চাটা কে একটা চিপস কিনে দিয়ে ট্রেনে উঠে বসলাম .......................................................................................
(বিনিয়োগের সুদ পেলাম না)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.