নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বর্ণালী হেমন্ত

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪



হেমন্ত যেন
এক সোনালী ডানার কবিতা
মায়ের মুখখানি ভেসে ওঠা
মিঠে সুরের ডাক আয়
তোর জন্য ধনেপাতা কাঁচামরিচ
মিশেল করে ছোটমাছের ঝোল রেঁধেছি ।

হেমন্ত যেন মাঠের ডাক
ছড়ানো সবুজ ধনেপাতা
হলুদ সর্ষে ফুলের কাঁচা কাঁচা ঘ্রাণ
হৃদয় পাগল করা ।
টলমল শিশির সোনারোদে বসে
সবুজ গালিচা বিছিয়ে লিখে চিঠি ;
ছুঁয়ে দিবি বলে চেয়ে আছি পথে ।

হেমন্ত যেন দুষ্ট ছেলের দল
ডাকে চুপিসারে -
ক্ষেতের আলে ঘাসের বুকে
গড়িয়ে আসি সোনারোদে
পায়ে পায়ে তৃণলতায় ভাব করেছি
আয় জড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে ভালবাসি ।
পদ্ম ফুলে শিশির ফোঁটায়
মনের গহন ভিজিয়ে আসি
ভ্রমর-ফুলের প্রেম জড়ানো
মধুর হাসি দেখে হাসি ।


হৈমন্তী-আকাশ প্রাণের আগল
খুলে দিয়ে হাসে মধুর হাসি ।
সোনার ফসল ঘরে তোলে
রিক্ত চাষি সিক্ত হয়ে
হাসেন দিবানিশি ।




হেমন্ত যেন
গোধূলি-লগ্নে আগামী ঊষার
মৃন্ময়ী প্রতিশ্রুতি
যেন সাঁঝবেলার মায়াবী পরশ
কুয়াশার আবছায়া আলিঙ্গন
উদিত সূর্যের উর্বশী সুখ
যেন অনন্ত সুখের ভাড়ার ।
সবুজের বন্যায় ভেসে আসা
পাখিদের ডানামেলা ঘ্রাণ ।

হেমন্ত যেন
শেষ বরষার টলমল নদীর পানি
রুপালী প্রাণের ঢেউ
সূর্যের সুখের আরশি,
যেন ঝিলিমিলি রূপের পালকি
কূলে কূলে ধবল বকের উড়াউড়ি
কী অপরূপ রূপ লাবণী
বাঁশঝাড়ে নাচে আলোর জোনাকি !



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

প্রথমকথা বলেছেন: সবুজ গালিচায় বসে লিখে চিঠি
টলমল শিশির সোনারোদে বসে
ছুঁয়ে দিবি বলে চেয়ে আছি পথে ।
আয় ,ছুটে আয়/

ভাল লেগেছে কবিতা।

১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

শরতের ছবি বলেছেন:


ধন্যবাদ প্রথম কথা ।ভাল থাকবেন।

২| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

অন্তু নীল বলেছেন:
ভালোলাগা রইল।

১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

শরতের ছবি বলেছেন:



আপনার ১ম আমার ব্লগে আসা বোধ করি । আশা করি ভাল আছেন । ভাল থাকুন ,শুভেচ্ছা রইল।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
শরতের চিঠি,

হেমন্তের সোনারং ধান, ধানের শীষ, ফসলের মাঠ, অনাবৃত দিগবধূ, আবছায়া লালচে সূর্যের তোরণে একেঁ দেয় সিগ্ধ আলোড়ন!! পথিকের পথলার অনাবিল এক অনুপ্রেরণা হেমন্ত! কবিদের পিয়াসে ডালি মেলে রুপের এই বাহারে, প্রতিটি লাইনে লাইনে এক সুনিপুণার প্রেম। মন তো ছুঁয়ে যাবেই!

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

শরতের ছবি বলেছেন:


আমার যে কত নাম কখন ও শরতের ছবি ,কখনও চিঠি । ভালই লাগে ।
আপনার মন্তব্য যেন একটি কবিতা ।আমার মন ভরে যায় । ভাল থাকুন ,ভ্রমরের ডানা ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে।

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

শরতের ছবি বলেছেন:




আপনার ভাল লেগেছে যেন আমারও ভাল লাগছে ।ধন্যবাদ শাহরিয়ার কবির।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.