![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখি আর দশটা সাধারণ মানুষের মতই , আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি . সবার জন্য ভাবতে ভালবাসি , জীবন সহজ না, তবু জীবনটাকেও ভালবাসি , আর জানি একদিন দেশটা বদলে যাবে সুন্দরে - সবাইকে অবাক করে দিয়ে আমরা সপ্নবাজ মানুষগুলো দেখিয়ে দেব -আমরা পারি, পারব ! :) https://www.facebook.com/rifah.sanjida.3
চারদিকে এত হিংস্রতা ......এত নষ্টামি , এত ষড়যন্ত্র ,আর নোংরামি .........
এর ভেতরে লাল-নীল সপ্ন গুলো আর হলুদ ফুলের মত প্রেমগুলো উড়ে যেতে থাকে দূরে !
শূন্য দৃষ্টি তে শীতের রিক্ততা তখনো জেঁকে বসতে থাকে ..... সবুজ পাতার কাছে বসা হয়নি অনেকদিন , অনেকদিন বৃষ্টি ও ছুঁয়ে দেখা হয়না , রিকশায় ঘুরে বেড়ানো হয়না , চোখ বন্ধ করলে সাদা জোনাকি দেখা যায়না , চারপাশের বীভৎসতা নতুন রঙ নিয়ে চোখের কালো রঙ কে ভয়ংকর রঙে রাঙিয়ে যায় ! চোখ খুলে এইসব দেখা ভয়ের , তার চেয়ে ভয় এইসব দিবাস্বপ্নের ! নিজ দেশেই আমরা গৃহবন্দী । আমাদের জীবন একদিন জাফর ইকবালের লেখা কোনো এক সায়েন্স ফিকশন (নাম মনে আসছে না এই মুহূর্তে ) এর মত হয়ে যাবে - যেখানে একটা দেশে সব মানুশ কে ভার্চুয়াল করে দেয়ার ব্যবস্থা হয়েছিলো , সেখানে সব আইন করে নিষিদ্ধ করে দেয়া হত ,যেমন- ফুলের রেণু ক্ষতিকর তাই সব ফুল মেরে ফেলা হোক ! সেখানে কোন প্রেম ছিলো না, আবেগ ছিলো না, সৌন্দর্যের পিপাসা ছিল না , সবাই একেক টা কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে সেখানে , আসলেই এখনি বা কতটুকু নিজের দ্বারা নিয়ন্ত্রিত হই ! ?? ক্ষমতাবানরাই তো আমাদের ভালো-মন্দ ঠিক করে দেয় ! মাঝে শুধু শুধু আবেগ-ভালবাসা-মায়া-মমতা আছে বলে ভয়ঙ্কর মানসিক চাপে আছি ! কিছু না করতে পারার অসহায়ত্তে প্রতি মুহূর্তে মরে যাচ্ছি !
©somewhere in net ltd.