| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌম্য
আমি সাঈদ সৌম্য। ঘুরা ঘুরি করতে ভাল্লাগে আমার ব্যাক্তিগত সাইট http://www.shoummo.com/
এক ছেলের সাথে আজকে কথা হলো। আমাদের মোহাম্মদপুরেই থাকে, মুখ চেনা। আজকে একা একা মোস্তাকিমে ঢুকছিলাম কাবাব খাইতে। সে ও আসছিল। মুস্তাকিমের বেহেস্তি চাপ চিবাইতে চিবাইতে (আমি একাই ১৫টা লুচি খাইছি) ওর সাথে আলাপ হইতেছিল। আমারে কইলো বস, জানেন আমি ক্লাস টেনে থাকতে বাড়ী থেকে পলাইছিলাম বিয়া করতে।
টিনেজাররা অন্যরকম হয়। বাড়ি থেকে বিয়ে করার জন্যে পালানো তাদের জন্যে অস্বাভাবিক না। আমার মনে আছে, ক্লাস নাইন টেনে থাকতে কোচিং ক্লাসের জনৈক সুন্দরীর প্রতি আমারো একই আবেগ ছিল। ইস কত রাত আজাইরা জেগে বসে থাকতাম। সপ্তাহখানেক আগে বসুন্ধরার ওর সাথে কথা হইলো, মাঝবয়সী এক টাকা এবং টাকওয়ালা জামাই আর ফুটফুটে একটা বাচ্চা নিয়া শপিং এ আইছিলো। কথা হইলো সবার সাথে। টাকুয়ারে লাথি মারার কথা মনে একবার আসলো না। যাই হোক এই পোলার কথা কই।
সে এক ইংলিশ মিডিয়ামে পড়তো। তার ক্লাসের এক মেয়ের সাথে সম্পর্ক। গভীর প্রেম। ক্লাস টেনে থাকতে ওরা বুঝে গেল একজন ছাড়া আরেকজনের বেঁচে থাকার মানে নাই। বাবা মার কঠিন শাসন ভাঙ্গতেই হবে। রাত জেগে ফোনে কথা কইলে বাবে মায়ে ধাওয়া দেয়। বিকাল বেলা কোচিং ক্লাসের অযুহাতে ডেটিং করতেও ঝামেলা, মেয়ের মায়ে পৌছায়া দেয় আবার বাড়ি নিয়া আসে। ডেটিং করার উপায় নাই। এই সমস্যা নিয়া বেঁচে থাকা অর্থহীন। একমাত্র উপায় বিয়ে করে ফেলা। বাবা মায়েরে এই কথা কইলে কোপাইবো। তাছারা মিড টার্ম পরিক্ষার রেজাল্ট খারাপ, বাড়িতে কম্পিউটার গেমসই খেলতে দেয়না, বিয়া করার পার্মিশান দেবার চান্স নাই। একটাই উপায় পালায়া বিয়া করন লাগবো
ওরা একদিন বাড়ি থেকে পালায়া গেল। আমাদের তাজমহল রোডের পোলা। ধুরন্ধর নাম্বার ১। সে সব কিছু রেডি কইরা রাখছে। আগে থেকে টেকা পয়সা ম্যানেজ। দুই বন্ধুরে স্বাক্ষি আর উকিল বাপ সব রেডী। বেশীর ভাগ পোলাপাইন আইজকেই বিয়া করুম চিন্তা করে বাড়ী থেকে পালায়। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, কাজী অফিসে ঢুকার সাহস পায়না। আর ঢুকলেও স্কুল ড্রেস দেখলে কাজী সাহেব নাকি দৌড়ানী দেয়। পোলাপান স্কুল ড্রেস পইরা সংসদ ভবনের আশে পাশে, চন্দ্রিমা উদ্যান, আর বেইলি রোডের ফাস্ট ফুডের দোকানে ঘুরে ফিরে বাসায় দেরী করে ফিরে বাপের ঝারি খায়, পড়ের দিন নতুন উদ্যমে দুই জনে বের হয় বিয়ে করতে কিন্তু রেজাল্ট থাকে এক। এই পোলা সব কিছুই রেডি করে রাখছে। কাজী সাহেবও ফিক্সড। কিন্তু মাইয়া অত চাল্লু ছিলনা। সে স্কুলে যাবার আগে পড়ার টেবিলে ড্রয়ারের মধ্যে মায়েরে একটা চিঠি লিখে আসছে, প্রিয় মা তোমার অধম কন্যারে ক্ষমা কর। আমি পারলাম না, পারলাম না তোমাদের মনের মত সন্তান হতে। এই টাইপ লেখা। মেয়ে জানে যে সে বাড়ি থেকে বাইর হলেই মা তার ড্রয়ার ঘাটাঘাটি করে প্রতি দিন। এই চিঠি মিস হবার চান্স নাই। চিঠি পইরাইতো মায়ের হাত পা ঠান্ডা। একঘন্টার মধ্যে পোলার বাপ মায়ের সাথে কথা হয়ে গেল। দুই পক্ষ কিছু ক্ষন হালকা চিল্লাচিল্লির পর অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। ওদের আটকানো লাগবো। কিভাবে জানি টেরও পেয়ে গেল আজকে ১২টায় লালমাটিয়া কাজী অফিসে এই কান্ড ঘটবে। মনে হয় সিটিসেলের এডের দোস্তগীর তোমার দোস্ত কোথায় টাইপ কোন বন্ধু চামে বাপ মায়ের কাছে সব বলে দিছে।
যাই হোক দুই পক্ষের বাপ মা গিয়ে কাজী অফিসে ওদের ধরলো। খোকা খুকুকে নতুন বর জামাইয়ের মত খাতির করে বাসায় নিয়ে আসা হলো। আসলে ১৮ হয়নাই এখনো তো বিয়ে টা লিগাল না। সামনে তোমাদের এস এস সি পরীক্ষা। তোমরা যেভাবে মিশতেছ ওভাবেই মিশ, আমরা কোন বাধা দিবনা। এসএসসি পরীক্ষার পর যেভাবেই হোক বিয়ে দিয়া বাড়িতে তুলে নিব। দুই পক্ষের নিদারুন চাপাবাজীতে মিয়া বিবি ঘাবরে গেল এবং রাজী হল। ঠিক হল আজকের জন্যে মিশন বিবাহ স্থগিত থাক। পরিক্ষার পরে গায়ের দিয়ে স্কুল স্কুল গন্ধটা যাবে তখন নাহয় বিয়ে করা যাবে। ওটা বেশি কঠিন কিছু না।
আমি ঐ পোলারে জিজ্ঞাস করলাম এর পর?
এরপর আর কি? পরীক্ষা হইলো। রেজাল্ট খারাপ হয় নাই। আমি কইলাম না না তোমাদের বিয়ার কি হইলো?
সৌম্য ভাই আর কইয়েন না। বাড়ি থেকে যখন মিলা মিশার ফ্রি লাইসেন্স দিয়া দিল তখন সব কিছু কেমন জানি পাইনসা পাইনসা লাগা শুরু করলো। আসলে লুকায়া লুকায়া না করলে প্রেম কেমন জানি প্রেম থাকে না। ঘর সংসার করার মত বোরিং হয়ে যায়। মেয়েটার খবর ছেলেটা জানাতে পারলো না। ছেলেটা ভালোই আছে। এখন অনেক ভদ্র পোলা। লিখা পড়ায় ভালো, একটা বাইক নিয়া প্রতিদিন ক্লাসে যায়।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩
সৌম্য বলেছেন: আমার ইচ্ছা করতো অনেক সময়। সাহস আছে কিনা জানার সুযোগ হয় নাই। কেউ চান্স দেয়না ![]()
২|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১০
...অসমাপ্ত বলেছেন: "মনে হয় সিটিসেলের এডের দোস্তগীর তোমার দোস্ত কোথায় টাইপ কোন বন্ধু চামে বাপ মায়ের কাছে সব বলে দিছে।"
...হাঃ হাঃ হাঃ ...এমন সাবলিল করে লেখেন কেমন করে বলেন তো?
আপনার এক লেখার জোকের বর্ণনা মনে পড়লে এখনও হাসি।
শুভেচ্ছা রইল।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬
সৌম্য বলেছেন: ভাইজান আপনের অবগতির জন্যে এইটা একটা রোমান্টিক এবং দুঃখের গল্প। আপনি কমেডি পাইলেন কেন।
আপনে বড়ই নিষ্ঠুর। হাসতেছেন।
৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে !!
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
সৌম্য বলেছেন: আহারে
৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩
মদন বলেছেন: সৌম্য ভাই আর কইয়েন না। বাড়ি থেকে যখন মিলা মিশার ফ্রি লাইসেন্স দিয়া দিল তখন সব কিছু কেমন জানি পাইনসা পাইনসা লাগা শুরু করলো। আসলে লুকায়া লুকায়া না করলে প্রেম কেমন জানি প্রেম থাকে না। ঘর সংসার করার মত বোরিং হয়ে যায়।
ধ্রুব তারার মতো সত্য। সোনা দিয়া বান্ধাইয়া রাখনের মতোন কথা ![]()
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
সৌম্য বলেছেন: লাখ কথার এক কথা
৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
নরাধম বলেছেন: মদন বলেছেন: সৌম্য ভাই আর কইয়েন না। বাড়ি থেকে যখন মিলা মিশার ফ্রি লাইসেন্স দিয়া দিল তখন সব কিছু কেমন জানি পাইনসা পাইনসা লাগা শুরু করলো। আসলে লুকায়া লুকায়া না করলে প্রেম কেমন জানি প্রেম থাকে না। ঘর সংসার করার মত বোরিং হয়ে যায়।
ধ্রুব তারার মতো সত্য। সোনা দিয়া বান্ধাইয়া রাখনের মতোন কথা
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
সৌম্য বলেছেন: অভিজ্ঞতার অভাব আছে।
৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯
...অসমাপ্ত বলেছেন:
... আফসোস...
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
সৌম্য বলেছেন: এই বার ঠিক আছে।
৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
নিবিড় বলেছেন: মজাইলাম ।আরো লিখে যান ।পরবর্তী পোষ্টের অপেক্ষায়
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
সৌম্য বলেছেন: জি আচ্ছা।
৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
জাতেমাতাল বলেছেন: অই পোলা আসলেই জাত শিল্পি, কথা শুনলেই বোঝা যায়- পোলায় বহুত দামী কথা কইছে কইলাম......
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১০
সৌম্য বলেছেন: ঠিক কইছেন। জাতে মাতাল তালে ঠিক
৯|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
সব যদি আজ বদলে যেত বলেছেন: ইস কি মজা।আমি যদি কোনদিন এই কাম করতে পারতাম।
পোলাডার চরম সাহস। আমারও কিছু প্রেমের কাহিনি আছে।
পরে ব্লগামুনে।আমার সাহসের পরিচয় পাইবেন।
মজা পাইছি পইরা।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
সৌম্য বলেছেন: ব্লগাইতে থাকেন। দুধের সাধ ঘোলে মিটাই।
১০|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
শিবলী বলেছেন: হুম![]()
১১|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
পারভেজ বলেছেন: সব ভালো যার, শেষ ভালো তার। বড় সর ঝামেলা হয়নাই সেটাই বড় কথা।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
সৌম্য বলেছেন: দুঃখের কথা। শেষ পর্যন্ত চান্স পাইয়াও পালাইতে পারলো না
১২|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দারুণ কাহিনী।
পালাইতাম চাই, অক্ষণো কেউ রাজি হয় নাই!!
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
সৌম্য বলেছেন: আমিও চান্স পাইনা। কয়েজনরে জিগাইছিলাম লজ্জার মাথা খাইয়া, আমার প্রবলেম কই??? কয় আমি নাকি রোমান্টীক না। রাতের বেলা মোবাইলে কথা কইতে গেলেই ঘুম আসে, এইটাইতো নর্মাল
১৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২
হিমালয়৭৭৭ বলেছেন: "রোমিওর মনোরমা" রম্য লেখাটার কয়েক লাইন লিখি_
বয়সকালে সব পুরুষের দৃষ্টিতে ভ্রম হয়/ বান্দরীকেও অপ্সরী ভেবে ভুল হবে নিশ্চয়/ সত্যি বলছি আমারো তেমন হয়েছে দেখার ভুল/আসলে তুমি গোলাপ বাগানে ছিলে ধুতরা ফুল।।।।।........................সেজন্যই অল্প বয়সের প্রেম ভয়ানক।।।।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
সৌম্য বলেছেন: আরে দারুন তো। এই লাইনটা কট্টট্টট্টিন হইছে, বয়সকালে সব পুরুষের দৃষ্টিতে ভ্রম হয়/ বান্দরীকেও অপ্সরী ভেবে ভুল হবে নিশ্চয়/ সত্যি বলছি আমারো তেমন হয়েছে দেখার ভুল/আসলে তুমি গোলাপ বাগানে ছিলে ধুতরা ফুল।।।।।
আমার মোবাইলটাকই গেল? এস এম এস কইরা একজনরে পাঠাইতেছি।
১৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২
হিমালয়৭৭৭ বলেছেন: @সৌম্য, আমার ব্লগে পুরো লেখাটা আছে.......পড়ে দেখতে পারেন, মজা পাবেন আশা করি।।।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৯
সৌম্য বলেছেন: অনেক মজা পাইছি। চরম হইছে। জুলিয়েটরা এমনি হয়। জানা কথা।
১৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৫
লাল দরজা বলেছেন: আজ থেকে বিশ বছর আগে এক সকালে পাবলিক লাইব্রেরীর গেইটে গিয়া গোল্ডলীফটা ধরাইছি মাত্র, দোস্তদের মধ্যে কে যেনো ডাক দিল! বিরক্ত হয়ে ভাবলাম সাত সকালে সিগারেট বুকিং শুরু হয়ে গেল বুঝি। শান্তি মত দিনের পয়লা সিগারেট টাও বুঝি টানতে পারব না। কিন্তু ব্যাপার আসলে তার চেয়েও চরম গুরুতর!
গার্লফ্রেন্ড বাড়ী থেকে ভাইগা এক কাপড়ে আইসা পড়ছে। তিন তলায় বইসা আছে আমার সাথে দেখা করার জন্য। এর পর! এর পর দু'চোখ যে দিকে যায় চলে যাবে। যাবার আগে আমাকে বাই বলতে এসেছে। কি সাংঘাতিক!
চাল চুলো হীন একটা ছেলে বয়স যার একুশ তার দ্বারা ঘর পালানো গার্লফ্রেন্ড এর জন্য কিবা আর করা সম্ভব? বন্ধুবান্ধব সবাইকে নিয়ে রওয়ানা দিলাম পুরান ঢাকায়...
কুড়ি বছর আগের সেই দুপুরে রোজা পেটে বাড়ী থেইকা ভাইগা বিয়া এক খান কইরা ফেলাই ছিলাম। সে এক সিনেমার মত ইতিহাস।
পোষ্টের শিরোনাম পইড়াই কমেন্ট এক খান মাইরা বইলাম, আপ্নের পোষ্ট কইলাম এখনতরি পড়ি নাই
দোয়া রাইখেন, আল্লাহহি আল্লাহ।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৮
সৌম্য বলেছেন: গুরুজি, দোয়া করেন, আমার জন্যেও যেন দরজা খুলে । আমি ভালো পোলা, দেখতে খারাপ না। ভাঙ্গা পেন্সিল আর সব যদি আজ বদলে যেত, এদের জন্যেও দোয়া করবেন। আমার জন্যে বেশি কইরা কইরেন।
১৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: লালুদা ... ঘটনা বিস্তারিত পুস্ট আকারে চাই ...
চরিত্রের নাম বদলায়া দিয়েন আম্রা বুঝুম না তাইলে
১৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৩
লাল দরজা বলেছেন: দোয়া দোয়া, চরম দোয়া: জগতের সকল প্রাণীর বিয়া হউক। বিয়া কইরা জন্মের মত ধারা খাউক ![]()
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৫
সৌম্য বলেছেন: গুরু কি কন এই সব?
১৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: লালু'দা কাহিনী কৈতে হৈবো কৈলাম ![]()
১৯|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৮
বিবর্তনবাদী বলেছেন: হায়রে ঐ বয়সে সাহস দেখানোর মত কাউরেই পাইলাম না। এখন এই কাম করলেও কেউ কইব না সাহস আছে। জেনারেলি কইব, "সে বিয়া করছে"![]()
২০|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪০
লাল দরজা বলেছেন: এই কাহিনী আমি চিন্তা কর্সি বেচুম। েদশী বিদেশী যারে কইছি হে ঐ টাশকি মাইরা হুনছে! ভাবছি এই কাহিনী দিয়া একটা প্যাকেজ বানামু যে কোন সময়। তহন সবতে মিল্লা এক যোগে দেইখেন![]()
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৪
সৌম্য বলেছেন: ভিলেনের পার্ট কিন্তু আমার।
২১|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪০
বিবর্তনবাদী বলেছেন: লালুদা, আজাইরা বোতল আর তরলের গান অনেক শুনছি। এইবার আসল ঘটনা লিখতে বসেন। হারি আপ !!
২২|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: লালুদা ... ফ্রীজে কইলাম আজকে জিনিস আছে ,,, না কইলে সব খায়া লামু
২৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৩
লাল দরজা বলেছেন: আজকে মিঞা ওয়াইনের বোতল খুলতে গিয়া ওপেনার হালারে ভাইঙ্গা হালাইছি
হালার গুলশান মার্কেটের দু নম্বর জিনিস। জিদ্দে বীয়ার ভি লইছি। অাইজকা মদ পানি দুইডাই চালামু
সৌম্য, সরি ভাইয়া ব্লগডারে দিসি টালটক্কর বানাইয়া। ইচ্ছা হইলে কমেন্ট মুইছা দিতারেন।
২৪|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: চিয়ার্স লালুদা ... আমার হাতে ওডজুভকা ... মনে আছে !!! ![]()
২৫|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৩
একরামুল হক শামীম বলেছেন: লালুদার ঘটনায় মজা পাইছি বেশি।
সৌম্য ভাই আপনার রোমান্টিক গল্পও ভালো লেগেছে।
২৬|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪
মনির হাসান বলেছেন: সৌম্য আপ্নারে আমি মাইনাস দেয়ার চান্স খুজতাসি ... বাট্, পাইতেছি না ... কাহিনি অসাধারন সুন্দর লেখছেন ।
... মুস্তাকিমের বেহেস্তি চাপ পরাটা খাওয়ানর কথা ছিল ... ভুইলা গাছেন ?
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬
সৌম্য বলেছেন: আমার নাম্বারটা আছে না কি হারায়া ফেলছেন? ফোন দিয়া চইলা আসেন
২৭|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
সক্রেটিস বলেছেন: মুস্তাকিমের কথা মনে করাই দিসেন ২/৩ বসর পর।
অনেক দিন হল অদিক্টা যাই না। সেকন্ড ইয়ারের ফাইনাল দিয়া গেসিলাম লাস্ট।
চাপ লুচির তেস্ত ভালই লাগতো
এখনো কি টিনের চালা দেয়া আছে?
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
সৌম্য বলেছেন: আমি সপ্তাহে ২/৩ বার যাই। টিনের চালা, ভির আর টেস্ট একই আছে। কিন্তুক সার্ভিসের কোয়ালিটি কমে গেছে। যেই সব পোলাপান গার্ল ফ্রেন্ড নিয়া যায় তার কাছে বেয়ারা ঘুর ঘুর করে, আর আমরা ডাকলে ভাব করে শুনে নাই।
২৮|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮
আতিক একটেল বলেছেন: জীবনের যতসুখ নিহিত ঐ নিষিদ্ব জিনিষের ভিতরেই।
২৯|
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
আলী বলেছেন: এখনো তো বিয়ে টা লিগাল না। সামনে তোমাদের এস এস সি পরীক্ষা। তোমরা যেভাবে মিশতেছ ওভাবেই মিশ, আমরা কোন বাধা দিবনা। এসএসসি পরীক্ষার পর যেভাবেই হোক বিয়ে দিয়া বাড়িতে তুলে নিব।
২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
সৌম্য বলেছেন: সত্যি???
৩০|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
মাহবুব সুমন বলেছেন: লাল ভাই জিন্দাবাদ
৩১|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
নম্রতা বলেছেন: রোমান্টিক আর রইল কই , পরেতো পানসে হয়ে গেছে!
____________________
আপনার ট্রেকিং/ভ্রমন নিয়ে লেখা খুব ভাল লাগে। ভাবছি একটা ছোট গ্রুপ নিয়ে বেড়িয়ে পরবো কিনা !
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২
সৌম্য বলেছেন: ট্রেকিং করার পুর্ব শর্ত হলো প্রকৃতিকে এবং প্রাকৃতিক মানুষদের ভালোবাসতে হবে। বম পাড়ায় গিয়ে ওদের অনেক আচরন আমাদের সাথে মিলবে না, কিন্তু সে সব আচরনে অভ্যস্থ হতে হবে।
৫ডিসেম্বর আমরা নতুন সদস্যদের জন্যে একটা ইভেন্ট খুলেছি। ইন্টার সিটি হাঁটা কম্পিটিশন। আগে করছিলাম সংসদ ভবন থেকে হেটে ফ্যান্টাসি পর্যন্ত ওটাতে পুরস্কার ছিল, ফ্রুটিকা জুসে স্পন্সরে একটা ট্রেক এ ফ্রি পার্টিসিপেশান। এইবার কোন পুরস্কার নাই। কিন্তু মজা আছে। ধামরাই থেকে হেটে গাবতলী। পাহাড়ের মত মজা হয়তো হবে না। কিন্তু মজা ঠিকই পাবেন। ইন্টারেস্টেড হলে জানিয়েন
৩২|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
যীশূ বলেছেন: ![]()
![]()
![]()
৩৩|
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
প্রীটি সোনিয়া বলেছেন: হুমমম...বেঁচে গেছে দুইটাই....![]()
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮
সৌম্য বলেছেন: নইলে কি মারা যাইতো?
৩৪|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
মুহিব বলেছেন: আমার কাছে প্রেম এডভেঞ্চার ছাড়া আর কিছুই না।
৩৫|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৪
কঁাকন বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন
৩৬|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
তানজু রাহমান বলেছেন: আমার মতো মনে হচ্ছে গল্পে ঘাপলামি করছেন...তা ছারা ব্যাপরটা জীবন থেকে নেয়া... কি, ভুল কইছি?! জীবন থেকে নেয়া দেখেই কায়দা করে ঘাপলামি করছেন?! ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: হা: হা: বেশ মজার কাহিনী।
ছেলেটার সাহস আছে বটে। আমার এইসব বিষয় চিন্তা করতেও সাহস হয় না। 