![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ভাই কি যে করি। পোলায়তো ফোনে জালায়া ফেলতাসে।
-কি কয়?
-পুরাই থ্রেট মারে। আর কি যে গালি রে ভাই। কি করুম কন তো দেখি?
-তুমি যে হালায় এইরম লুলা জানতামনা তো। তরে গালি দেয় আর তুই কি আঙ্গুল মুখে ঢুকায়া বইয়া থাকস ।।
-না ভাই। অর লগে গালিতে পারি না।
-তা পারবা ক্যামনে!! লুলা। কখন ফোন দেয়?
-ভাই রাইত একটার দিকে।
-ঠিক আসে এর পরেরবার ফোন দিলে আমারে খালি ফোনটা ধরায়া দিবি আর দেখিস ফাপর কারে কয়।
-ওকে বস।
(রাত ঠিক একটায় ফোন বেজে উঠলো, রাজু ফোন ধরলো।তারপর ফোনের স্পিকারটা অন করলো)
রাজুঃ কিরে বিইইপ!! আমার লগে তো বহুত ফাপর লইলি। নে বিইইপ আমার বসের লগে কথা ক।
রাজু ফোনটা জ্যাকি ভাইয়ের হাতে তুলে দিলো। জ্যাকি ভাই একটা গলা ঝারা দিয়ে ফোনটা কনে ধরে প্রথমেই বিইইপ শব্দের উচ্চারণ করলেন।
পরে শুধু উপর্যুপরি ফোনের ওই পার থেকে বিশ্বব্রহ্মান্ড ভেদ করা, জানা, অজানা, পাতাল ভেদী আর আকাশ চৌচির করা গালি গালাজ ভেসে আসতে লাগলো। মুহূর্তেই জ্যাকি ভাই এর দুধের মত ফর্সা মুখ আলতার মত লাল হয়ে গেলো। পুরো ফোনালাপে জ্যাকি ভাই শুধু একটি গালিই উচ্চারণ করছিলেন। ফোনালাপ শেষ হবার আগেই জ্যাকি ভাই কম্পমান হাতে ফোনটা কেটে দিয়ে রাজুর হাতে তা তুলে দিতে দিতে বললো,
-পোলার হ্যাডম আসে রে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
সৌম্য রাউত বলেছেন: ইহা কেনো গল্প নয়?
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫২
রক্তিম দিগন্ত বলেছেন: এটা গল্প?

এটাকে তো আমার বিচ্ছিন্ন কোন ঘটনার সম্পর্কে লেখা বলে মনে হল। চেষ্টা করতে থাকুন আরো বেশি করে।