নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদয়ের পথে শুনি কার বানি, ভয় নাই ওরে ভয় নাই।

সৌম্য রাউত

ভাষা ভাষা জ্ঞানী।

সৌম্য রাউত › বিস্তারিত পোস্টঃ

শ্রোতা(কবিতা)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

আমি নিজেকে হারিয়ে শুনছি তোমায়।
আমি হৃদয় দিয়ে শুনছি তোমায়।
তুমি বলে যাও।
বলে যাও, গত বসন্ত কেমন ছিলো,
বলে যাও, কেনো গতকাল তোমার কপালে ভাজ পড়েছিলো।
আমি শুনছি।
আমি শুধু তোমাকেই শুনতে এসেছি।
আমি হৃদয় দিয়ে শুনছি।

এ পৃথিবী ক্লান্ত হতে পারে,
দিন শেষে আকাশ ক্রোধে লাল হতে পারে,
তবু তুমি জেনো, আমি প্রান ফিরে পাই তোমার কথায়।

তোমার চাওয়া, তোমার একাকীত্ব,
তোমার মনের সে সব কথা শুনতেই আমি এসেছি।

তুমি বলে যাও,
আমি হৃদয় দিয়ে শুনছি।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

তার আর পর নেই… বলেছেন: বাহ্, ভালো তো …… এরকম একজন শ্রোতা পাইলে ভালোই হইতো …… শুনতে শুনতে একসময় মুখ দিয়ে বের হয়ে যেতো … উফ, চুপ করো তো ;)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা..
কি লক্ষী শ্রোতা!

নিশ্চয়ই রাধিকারা প্রীত হবে ;)

সুন্দর প্রকাশ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সৌম্য রাউত বলেছেন: :) :) :) ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: তোমার চাওয়া, তোমার একাকীত্ব,
তোমার মনের সে সব কথা শুনতেই আমি এসেছি।

তুমি বলে যাও,
আমি হৃদয় দিয়ে শুনছি।
অস্থির সুন্দর। অনেক অনেক ভাল লাগা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সৌম্য রাউত বলেছেন: ধন্যবাদ শব্দটাও মাঝে মাঝে গতানুগতিক আর অপূর্ন বলে মনে হয়। হয়তো একটা স্মাইলি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.