![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো জানিসই না তোরা
যে তোরা প্রভূত্ব মোহের ক্রীতদাস।
শয়তান শুড়শুড়ি দেয় তোদের
আর খিল খিল করে হাসে।
হয়তো জানিসই না তোরা।
তোদের লকলক কেটলির জল ঢালতে খুঁজতে থাকিস মানুষ।
যেন তোরা স্বস্তির করূনা ভিক্ষা করছিস।
হয়তো জানিসই না তোরা।
তোদের মুক্তির গ্যারান্টিড চোকলা প্ল্যান
এদিক থেকে সেদিক হলে,
ক্রোধিত শিশুর মত সেই ছটফটানি
মুক্তি ফসকে যাবারই ভীত আর্তনাদ।
হয়তো জানিসই না তোরা।
তোদের ইট-কাঠ-কংক্রীটের চিন্তারাশি,
রাজপরিবার গড়ার বাসনা।
তোদেরকে পঁচা নর্দমায় হাবুডুবু কাটাবে।
হয়তো জানিসই না তোরা।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
জাহাঙ্গীর ফিরোজ বলেছেন: ভালো, বানান ঠিকরে নেবেন। শব্দটি হবে ক্রীতদাস
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
সৌম্য রাউত বলেছেন: ধন্যবাদ। ঠিক করে নিচ্ছি।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
এম.এ.জি তালুকদার বলেছেন: কিছু শব্দের মানে বুঝলাম না। যেমন- চোকলা। বিষয়টিতেকিছু মৌলিক বাউল তত্ত্ব আছে,যা বেশী ভালোলাগলো।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
সৌম্য রাউত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। "চোকলা" শব্দটি অপ্রয়োজনীয়,অকার্যকরী অর্থে ব্যবহার করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
জ্যোস্নার ফুল বলেছেন: সবাই জানে, কিন্তু ঐ যে, মোহ, উচ্চাশা।