![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো, আরো কিছু বাকী ছিলো
হয়তো আরো দু-একটা স্বপ্ন
হয়তো আরও একটা সফর
কিন্তু, তাতে লাল বেলী আর পলাশ সাদা তো হয়ে যায়নি,
বৃষ্টিভরা নদীর নৌকা, জাহাজ তো হয়ে যায়নি!
সকালে তখন চায়ের কাপে ঠোঁট ছুঁয়েছি,
হঠাৎ একটা দরকারি কাজের কথা মনে পড়ে গেলো
হয়তো, গুরুত্বহীন দরকারি
হয়তো সময় কাটানোর বাহাদুরী,
হয়তো অভ্যাস,
হয়তো অনিশ্চিত আড়ষ্ঠে অনীহা'র বহিঃপ্রকাশ,
কিন্তু, তাতে শিশুর হাসি মলিন তো হয়ে যায়নি!
হয়তো, কিছু পাবার ছিলো
হয়তো পেয়েও পাইনি।
©somewhere in net ltd.