নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে খুজে পেতে ইমেইল দিয়ে সার্চ করুন, শোভন, অগোছালো একটি ছেলে, জিন্স আর টি-শার্ট প্রিয় পোষাক, প্রিয় খাবার ভাত, ডাল, আলু ভর্তা ভাজা, ডিম ভাজি, শখ ভ্রমন করা, স্ট্রিট ফুড খাওয়া, ক্রিকেট খেলতে পছন্দ করি. আর আমার ডান হাত থেকে বাম হাত বেশী চলে, কারন আমি বাহ

শোভন ব্লগ

[email protected]

শোভন ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাণী চিরন্তন

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
.....হেলেন কিলার

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
.........শেক্সপিয়র


আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
.........মাইকেল জর্ডান


কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।
.........এডিসন


গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।
.........হিন্দি প্রবাদ


নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়
.........টমাস মুর।


নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য
.........হযরত আলী (রা)


বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।
.........কার্লাইল


বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
.........উইড্রো উইলসন


যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
.........মাদার তেরেসা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২

হামিদ আহসান বলেছেন: বাণীগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ..........

২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল লেগেছে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫

মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ :)

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।
.........এডিসন
দেশের রাজনীতিবিদেরা যদি তা বুঝতো

নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য
.........হযরত আলী (রা)
অনেক ব্লগারের জন্যই তা প্রযোজ্য
শেয়ারের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.