![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কিছুদিন আগে পরিচিত এক মেয়ে এফবি তে নক করল হাই হ্যালো আস্তে আস্তে চ্যাট এর পরিমান বাড়তে থাকে হঠাৎ আমার জিএফ কেমন আছে জানতে চাই। বললাম আমার জিএফ এর সোভাগ্য আজও হই নাই। কিন্তু এই মেয়ে কিছুতেই মানতে নারাজ আমার জি এফ নেই..
কাজিন এর ফ্রেন্ড পরিচিত কথা ও হয় মাঝে মাঝে . তার ও একই ধারণা আমার রিলেশন আছে. কিছুতেই সে মানতে নারাজ আমার জিএফ নেই এই কথা . আমার কাজিন পর্যন্ত গেল সেই ঘটনা তোর কাজিন মিথ্যুক ভাব ধরে যেন ভাজা মাছ ঊলটাইতে পারে না। গিয়ে দেখ একটা না কয়েকটা জিএফ আছে..
ফ্রেন্ড এর ছোট বোন একই কাহিনী তাও আমার না শুধু আমার সাথে আমার আর এক ফ্রেন্ডকে সহ আপনাদের জিএফ নাই এইটা গ্রহণযোগ্য কথা না...
সব মেয়েই ভাবে আমার জিএফ আছে এর কারণ কি !!!!!!! কি করে বুঝাই আমার জীবনের ২৪টি বসন্ত গেলএখন ও আমি যে সিঙ্গেল......
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:১৩
শোভন ব্লগ বলেছেন: আপনিও ভাল থাকবেন। শুভ রাত্রী ....
২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:২১
রাবেয়া রব্বানি বলেছেন: :O। ঘটনা কষ্টকর। আপনি এবার যেচে বুঝাতে শুরু করেন আপনার জি এফ আছে। তাইলে সন্দেহ করবে। ডাল মে কুচ কালা হ্যায়। আর বিশ্বাস করবে না আপনার কথা।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭
শোভন ব্লগ বলেছেন: কথাটা বুঝি নাই ভাইয়া
৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:০৩
জনৈক অচম ভুত বলেছেন: এইরকম অপবাদ মুখ বুজে মেনে নেয়া যায় না।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
শোভন ব্লগ বলেছেন: কিছু করার নাই মেনে নিতে হয়
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৪০
মারটিনি টোরিয়েনি বলেছেন: তাই দ্রুত একটা বানিয়ে ফেলুন
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬
শোভন ব্লগ বলেছেন: বানিয়ে ফেলুন বললেই তো বানানো যায় না এত সহজ নাতো
৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৪
বিজন রয় বলেছেন: আপনার জীবনেও প্রেমের ফুল ফুটুক।
শুভকামনা।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬
শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০৭
মাসুদ মাহামুদ বলেছেন: ভাল থাকবেন।
শুভ রাত্রী