নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে খুজে পেতে ইমেইল দিয়ে সার্চ করুন, শোভন, অগোছালো একটি ছেলে, জিন্স আর টি-শার্ট প্রিয় পোষাক, প্রিয় খাবার ভাত, ডাল, আলু ভর্তা ভাজা, ডিম ভাজি, শখ ভ্রমন করা, স্ট্রিট ফুড খাওয়া, ক্রিকেট খেলতে পছন্দ করি. আর আমার ডান হাত থেকে বাম হাত বেশী চলে, কারন আমি বাহ

শোভন ব্লগ

[email protected]

শোভন ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তিতাসে নৌকা ভ্রমন (ছবি ব্লগ) সব গুলো ছবিই মোবাইলে তোলা.

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮

আজকে (১০/০৬/২০১৬) জুম্মা নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া বড় মসজিদে শুয়ে ছিলাম আমি নাহিদ আর সজিব তিন বন্ধু। আমি নাহিদকে বললাম চল নৌকা দিয়ে ঘুরি। নাহিদ বলল রোদ তো বাইরে শুয়েই থাকি। বললাম নৌকায় ঘুরলে রোদ লাগবে না। তিন বন্ধু মসজিদ থেকে বের হয়ে নৌকা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।



মাঝপথে রাজিবকে সঙ্গে নিলাম। নৌকা ঘাটে গিয়ে এক নৌকা কে বললাম এক ঘন্টা ঘুরব কত? বলল ৫০০/= । দামটা বেশি মনে হল। এর মধ্যে এক নৌকার মাঝি এসে বলল মামা কোথায় যাবেন বললাম কোথা না এমনি তে ঘুরব। বলে আমাদের নৌকায় আসেন সামনে মনিপুর ঐ গ্রামে নেমে যাবেন। আবার আর এক নৌকায় চলে আসবেন। ভাড়া দশ টাকা করে। বললাম আসার নৌবা পাব তো। বলে হ্যা একটা না অনেকই পাবেন। নৌকা ও বেশ বড়। ইঞ্জিন এর নৌকা যেইটাকে বলে । নৌকার ছাদে উঠলাম আামরা বাধে বাকি সবাই নৌকার ভেতরে।



নৌকা ছাদে বসে বাতাস উপভোগ করতে লাগলাম আর ছবি তুলতে লাগলাম । যদি ও আমি ফটোগ্রাফির ফ ও জানি না কিন্তু ছবি তুলতে ভালবাসি।







এক ঘন্টা লাগল মনিপুর গ্রাম এ যেতে। গ্রামের মানুষগুলো অনেক ভাল । রাতে থাকার জন্য ৪/৫টি দাওয়াত পেয়ে গেলাম। যাকেই প্রশ্ন করি আমার যাওয়ার নৌকা পাব তো। বলে হ্যা পাবেন । আর না পেলে আমাদের বাড়িতে বেড়াই যাবেন।

















মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:০৭

কল্লোল পথিক বলেছেন:




দারুন ছবি ব্লগ।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

২| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: ছবিগুলো চমৎকার এসেছে।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৩

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৩| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩৪

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ভাই আমাকে স্মৃতিকাতর করে দিলেন।আমার শৈশব কেটেছে মেঘনার পারে অনেকটা স্বপ্নের মত ছিল সেই দিনগুলো, ছবি থেকেও অনেক সুন্দর।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৩

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৪| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৫৫

মহা সমন্বয় বলেছেন: ওয়াও.. দারুণ... দারুণ... সত্যিই অসাধারণ... কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম। :)
আমারও ইচ্ছে আছে একদিন বের হব.. ওই দুনিয়াডা একটু ঘুরে ঘুরে দেখতে হবে।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৪

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৫| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: অসম্ভব সুন্দর সব ছবি :)

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৪

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:৫৮

অন্তু নীল বলেছেন: ছবিগুলো দেখেই হৃদয়টা কেমন যেন ফুলে ফেপে বড় হয়ে উঠল।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৫

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৭| ১১ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৮| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:১২

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমরাও চার বন্ধু নৌকা ভাড়া করে তিতাসে ঘুরতে গেছিলাম। ৫০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করছিলাম সাথে ছিল বাদাম মুড়ি চানাচুর। অনেক ভাল লেগেছিল।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

শোভন ব্লগ বলেছেন: :)

৯| ১২ ই জুন, ২০১৬ ভোর ৫:৪১

এখওয়ানআখী বলেছেন: অসাধারণ পোস্ট। ধন্যবাদ

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

১০| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর ছবি পোস্ট +

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

১১| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

muftisiraji বলেছেন: আমি আপনার নিকটস্থ একজন, ছবিঘরের ছুঁয়া পেয়ে তিতাসের কলকলানি দৃশ্য চোখে ভেসে উঠল তিতাসকে নিয়ে আমার লেখা একটি ব্লগ দেখা হবে একদিন।

১২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭

ছণ্ণ্ ছাড়া বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.