নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে খুজে পেতে ইমেইল দিয়ে সার্চ করুন, শোভন, অগোছালো একটি ছেলে, জিন্স আর টি-শার্ট প্রিয় পোষাক, প্রিয় খাবার ভাত, ডাল, আলু ভর্তা ভাজা, ডিম ভাজি, শখ ভ্রমন করা, স্ট্রিট ফুড খাওয়া, ক্রিকেট খেলতে পছন্দ করি. আর আমার ডান হাত থেকে বাম হাত বেশী চলে, কারন আমি বাহ

শোভন ব্লগ

[email protected]

শোভন ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ছবি তোলার ব্যর্থ চেষ্টা পর্ব (৬)

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮

ফটোগ্রাফির ফ ও জানি না কিন্তু ছবি তুলতে ভালবাসি. অনেকদিন পর ছবি ব্লগ নিয়ে পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা তিতাস নদীর বেড়িবাধ থেকে তোলা


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর নামক গ্রামের নৌকা ঘাট থেকে তোলা


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খড়িয়ালা গ্রাম সংলগ্ন তিতাস


ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি নামক এলাকা থেকে তিতাস নদী



ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি নামক এলাকা থেকে তিতাস নদীর পাড়



ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর নামক এলাকা থেকে তিতাসের পাড়




কাশীনগর বিল, ব্রাহ্মণবাড়িয়া



তিতাস ও আকাশ, রসুলপুর, ব্রাহ্মণবাড়িয়া



ছবি তোলার চেষ্টা করি। ফটোগ্রাফির ফ ও জানি না , লেখা ও ছবিতে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন..

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো
আমাদের দেশের ছবি মাশাআল্লাহ অনেক সুন্দর

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ আপু :)

২| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: মনোরম।
+++

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর ছবি।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

শোভন ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

আলআমিন১২৩ বলেছেন: ছবি ও বিনয়-দুটিই সুন্দর..।

৫| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মু রফিকুল ইসলাম বলেছেন: সুন্দর হয়েছে

৬| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যর্থ চেষ্টা নয় ভাই, খুব সুন্দর হয়েছে ছবিগুলো।
আমাদের সোনার বাংলাদেশকে এভাবেই দেখার সুযোগ দিবেন মাঝেমধ্যে প্রত্যাশা রাখি।
শুভকামনা জানবেন ভাই

৭| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি দেখে তিতাস একটি নদীর নাম উপন্যাসের কথা মনে পড়ে গেল। ভাল হয়েছে।

৮| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

শোভ বলেছেন: ছবি সুন্দর হয়েছে , ভাই এটা বল্গ, ফেসবুক না একটু খেয়াল করবেন ।

৯| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।

১০| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১১| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর তুলেছেন ছবি গুলো
আরো চাই ভাই এরকম মাঝেমধ্যেই

১২| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

ইমন তোফাজ্জল বলেছেন: সুন্দর

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মাহিরাহি বলেছেন: তিতাস নদীর তীরে আমার বাড়ী। আখাউড়ার তিতাস নদী।

বহুকাল আগে লন্চে চড়ে ভাদুঘর হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পাড়ি জমাতাম।

১৪| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৩

নাদিম আহসান তুহিন বলেছেন: ভালো লাগলো

১৫| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

শান্তির দূত২৪ বলেছেন: সত্যিই ছবিগুলো চমৎকার হয়েছে। সৃষ্টি কতই না সুন্দর।

১৬| ১০ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২৪

জসীম অসীম বলেছেন: আমি ১২ বছর ফটোগ্রাফি/ প্রেস ফটোগ্রাফির সঙ্গে জড়িত ছিলাম। এখন আর ছবি তুলি না। কিন্তু আপনার ছবি দেখে মুগ্ধই হলাম। তিতাস এলাকায় আমার একসময় বিচরণ ছিলো। এ আরেক বাংলাদেশ। প্রকৃত বাংলাদেশ।

১৭| ১০ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৩৭

জসীম অসীম বলেছেন: এই মতামতটি পোস্ট নিয়ে নয়: আমার ব্যক্তিগত:
ভাই, এই ব্লগে (সামু) আমি নতুন ব্লগ লিখতে গেলে একটি লেখা আসে। লেখাটি হলো: [একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog]. কিন্তু কেন? এই সমস্যা শুরু হয়েছে ২০১৫ সালের ১০ নভেম্বর বিকাল ৩টায় একটি নর্মাল পোস্ট দেওয়ার পর থেকে। তারপর আর আমি এই ব্লগে নতুন কোনো ব্লগ লিখতে পারি না। এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারলে কৃতজ্ঞ থাকবো। এই ব্লগের মডারেশন স্টেটাসে কখনো আমাকে এক-দুইবার ব্লক করা হলেও বর্তমানে আমি কর্তৃপক্ষের কোনো প্রকার ওয়াচে নেই। আমার অবস্থান [সেফ]। সুতরাং এ বিষয়ে আমার জন্য কিছু করনীয় থাকলে জানাবেন। আমার ই-মেইল: [email protected] ভালো থাকবেন।

১৮| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

জুন বলেছেন: সবগুলো ছবিই খুব ভালোলাগলো কারন এ যে আমার দেশের ছবি শোভন ব্লগ। তবে কাশীনগর বিলের ছবিটি অসাধারন হয়েছে ।
+

১৯| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

আলভী রহমান শোভন বলেছেন: সবগুলো ছবি সুন্দর এসেছে। :)

২০| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

রানা আমান বলেছেন: চোখ জুড়ানো ভাললাগা উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।

২১| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব ছবির জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.