![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কুঁড়ি
সোনা রোদের চুমু খেয়ে
ভালবাসার পরশ নিয়ে
গোলাপ হয়ে গন্ধ ছড়ায়
আপন মনে,
ছোট্ট একটা প্রজাপতি
কোথা থেকে উড়ে এসে
বসে পাশে
ফিসফিসিয়ে কানে কানে
কিযে বলে
গোলাপ কুঁড়ি মিষ্টি হাসে।
আচমকা এক প্রেমিক এসে
বোঁটা ছিঁড়ে গোলাপটাকে
তুলে নিল, পরিয়ে দিল
প্রেমিকাটির খোঁপার পরে,
প্রেমিকাটি মিষ্টি হেসে
ভালবাসের আবেগ নিয়ে
এগিয়ে চলে প্রেম আবেশে।
গোলাপ কুঁড়ি জীবন শেষে
প্রেমের আবেগ আবেশ রসে
ভালোবাসার গোলাপ বেশে
ছড়ায় সুবাস প্রেমের পাশে।।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
শোভন শামস বলেছেন: ধন্যবাদ । ব্লগের অন্য লিখাগুলো পড়বেন আশাকরি
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
shfikul বলেছেন: +++