নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আটলান্টিক পাড়ের ছায়াবিথী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১



দুপুরের আটলান্টিক পাড়ের তীব্ররোদ থেকে দুরে

নারকেল ছায়াবিথীর নীচে,প্রবাসী কজন মিলে

বসে বসে দেখছিল,সাগরবেলা,ঢেউ দিগন্ত

মাতৃভুমি থেকে হাজার মাইল দুরে আশিনী সৈকতে

ভাবছিল এ সাগর ও তো মেলে সেই ফেলে আসা সাগরে ।

গাড়ীর খোলা দরজা দিয়ে উদ্দাম মিউজিকের সুর ভাসছিল

পাশেই বালূবেলায় বিছানো চাদরে বসে

একান্ত হচ্ছিল ওরা নতুন পরিবেশের মাঝে ,

উদার প্রকৃতি অকৃপন উদর মেলে দেয় মানুষের দিকে

কাউকে নিরাশ না করে আনন্দে ভরিয়ে দেয় মনপ্রান

কোকড়ানো কালো চুলের বাচ্চা গুলো জীবিকার জন্য আনারস বইছিল,

নিখুত শিল্পীর হাতে দ্রুত কেটে দিচ্ছিল সুলভ দামে সব ক্রেতাকে

সুস্বাদু ফল ,সাগর মিউজিক ও প্রকৃতির দান ভোগ করা ।

ওদের রক্তে নাচ মিউজিক এর তালে তালে

একটু একটু করে দুলতে দুলতে সবাই নাচ জুড়ে দিল

বিচিত্র অংগভংগী নিখুত কোন শিল্পীর হাতে গড়া

একটা শিল্প যেন জন্ম নিল এই আটলান্টিকের পাড়ে।

যেখানে প্রকৃতি বিছিয়ে রেখেছে এই বালুবেলা

দিয়েছে অকৃত্রিম শিল্পরুপ সাথে এই নতুন

ফ্রেমে বাধা নৃত্য মানুষের প্রকৃতির কোলে ।

সময়টা দুপুর রোদ পড়ন্ত নয় তখনও

তোতো রোদ থেকে আশ্রয় চাইতে মানুষগুলো

নারকেল বিথীতে সেখানে প্রকৃতি ও মানুষ

আনন্দে মেতেছে সাগর আকাশ স্বাক্ষী রেখে

নতুন পরিবেশে নতুন দেশে নতুন সৃষ্টি দেখার আনন্দে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

মনিরা সুলতানা বলেছেন: বাহ্‌ :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

শোভন শামস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.