| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১৪ ফেব্রুয়ারী ২০১৩![]()
তুমি আমার ভ্যালেনটাইন
তুমি শুরু তুমি শেষ
তোমায় নিয়ে স্বপ্ন আমার
তুমি সুখের আবেশ ।
তুমি ছাড়া জীবন এখন
চলে না যে আর
তুমি আমার সুনীল আকাশ
সেতারের তিন তার ।
তুমি আমার চাঁদের আলো
তুমি ভরা জোছনা
তুমি আমার হৃদয় ভরা
সুরেরও মূর্ছনা ।
তুমি আমার রাতের তারা
আঁধারের হাসি মুখ
তোমায় দেখে কাটে জীবন
হৃদয় ভরা সুখ ।।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৬
শোভন শামস বলেছেন: অসাধারন মন্তবের জন্য ধন্যবাদ । বাকী গুলো পড়বেন আশাকরি
২| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:  
 
+++++ 
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ । ++++বাকী গুলো পড়বেন আশাকরি
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৪
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: অসাধারন কবিতা লিখেছেন