| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলতাদীঘির শেষ সীমানায়
বাংলাদেশের শেষ
আলতাদীঘি ঘুরে আসো
দেখ বাংলাদেশ ।
আকাশমণি শালের বনে
আলতাদীঘি ঘেরা
পানকৌড়ি হাঁসের মাঝে
মাছের ঘোরা ফেরা ।
অচিন দেশের হাজার পাখি
ঘুরতে এলে পরে
আলতা দীঘি হাসি মুখে
তাদের বুকে ধরে ।
নওগাঁ জেলার আলতাদীঘি
দেখতে চমৎকার
জোসনা রাতে ঘুরতে গেলে
চমকাবে বার বার ।
দীঘির জলে চাঁদের আলো
গাছের ছায়া হাসে
ঘুমের পরী উড়ে বেড়ায়
ঘুরে আশে পাশে ।।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৯
শোভন শামস বলেছেন: ধামুরহাট উপজেলায় এই দিঘি। আপনার জেলার এই দীঘি  দেখছি  বহু দূর থেকে এসে।
এটা পর্যটন কেন্দ্র হবে সামনে ।
ভাল থাকবেন শুভেচ্ছা ।
২| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ  .........। 
নিশ্চয় যাব এবার বাংলাদেশ  যেয়ে  ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ।।
সত্যি কি আছে আলতা দিঘী ?কথায় দিক নির্দেশনা দিন না একটু ।
নওগাঁ কিন্তু আমার শ্বশুর বাড়ি থুক্কু এখন আমার নিজের বাড়ি ।