নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

জন্ম বার্ষিকী – জাতির পিতা

১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৬


তুমি আছো এই বাংলাদেশের সজীব প্রানে
তুমি আছো এই সোনার দেশের বাংলা গানে,
তুমি আছো এই আকাশে বাতাসে সজীবতা নিয়ে
তুমি আছো নব প্রেরণায় সুরের আবেশে ভরিয়ে দিয়ে।

তুমি আছো এই লাল সবুজের বুকের মাঝে
তুমি আছো এই নিত্য দিনের সকাল সাঁঝে।

তুমি আছো এই বাংলার শ্যামল ছায়ায়
তুমি আছো এই বাংলার এগিয়ে যাওয়ায়।

তুমি আছো এই বাংলা ভাষার কথার মালায়
তুমি আছো এই শাপলা ভরা ফুলের ডালায়।

তুমি আছো এক প্রেরনা হয়ে সবার বুকে
তুমি আছো আজও সবার জীবনে সুখে ও দুখে।

তোমার কথায় বীর বাঙ্গালী স্বাধীন হয়েছে আজ
তোমার মাথায় ঝলমলে থাক এই বিজয়ের তাজ।

ডাক দিয়েছিলে তুমিতো সেদিন স্বাধীনতা আজ চাই
তোমার ডাকের প্রেরনা নিয়েই ছিনিয়ে এনেছি তাই,
যুগ থেকে যুগে তোমার খ্যাতি রবে চির বহমান
তুমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৫

মাহমুদুর রহমান বলেছেন: যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান।ততদিন রবে তোমার কীর্তি শেখ মুজিবুর রহমান।

২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ++

২| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ। শেখ মুজিবের নামটা শুনলেই বুকের ভিতর ভালবাসা এসে যায়। সাহস জেগে উঠে।


সুমহান আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের উঁচা মাকাম দান করেন।

২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ++

৩| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.