নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

কেনিয়াতে

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭




জম্মু কেনিয়াত্তা বিমান বন্দরে নেমে
পূর্ব আফ্রিকার কেনিয়াতে যাত্রা গেল থেমে।
পশ্চিম থেকে পূর্বে এসে নাইরোবি থাকা হলে
সেখান থেকে নানা দেশে বিমান উড়ে চলে।
দুই পাশে ফাঁকা মাঠ, তৃণভূমি পাশে রেখে
জেব্রা জিরাফের দেখা তুমি পাবে দূর থেকে।
নাইরোবি শহরটা প্রান রসে ভরপুর
কোলাহল ছুটাছুটি জীবন চলার সুর।
প্যাকেজ নিয়ে এখান থেকে সাফারীতে চলে যাও
প্রাণীকুল কাছে থেকে সাফারীতে দেখে নাও।
সারাদিন ঘুরে ফিরে নাইরোবি ফিরে এসে
চলে যেতে চাইলে কোথাও বিমানে চড় বসে।
কেনিয়া থেকে প্লেনে করে আকাশ পথ দিয়ে
বিমান বদল করে নিয়ো দুবাই কাতার গিয়ে।
সেখান থেকে ঢাকায় এসে পথ চলা হবে শেষ
আফ্রিকা, প্রাচ্য ভ্রমন শেষে, দেখা হবে কত দেশ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কী অনেক ভ্রমণ করেছেন
ভ্রমণ প্রিয়?

সুন্দর হয়েছে

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২১

শোভন শামস বলেছেন: ভ্রমন অবশ্যই আমার প্রিয় শখ, কিছু দেশ দেখার সুযোগ হয়েছিল, সাথে থাকবেন ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: বাহ কাব্যে- কবিতায় ভ্রমন কাহিনী। ভাল লাগল

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ+++

৩| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনি অন্ত্যমিল না রেখে কবিতা লিখুন। আমার মনে হয় আপনার কবিতা তাতে আরও সুন্দর হবে কারণ আপনার বিষয়বস্তু বিচিত্র। ছন্দের আড়ালে বৈচিত্র্য অনেক সময় সেগুলো হারিয়ে যায় খানিকটা।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

শোভন শামস বলেছেন: চেষ্টা থাকবে, ঠিক বলেছেন, আন্তরিক ধন্যবাদ

৪| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ ।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।+++

৫| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.