নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

বাহরাইন

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৮



সাগর বুকে মুক্তো দানা, বাহরাইন ছোট দেশ
সাজানো গোছানো মনোরম আর সুন্দর পরিবেশ।
বাব আল বাহরাইন মানামা তার রাজধানী
চারিদিকে থৈ থৈ নীল আরব সাগরের পানি।
তপ্ত মরুর পাশে তবুও মরু নয়
বাণিজ্য বসত নিয়ে প্রাচুর্যে ভরে রয়।
সৌদি আরব কাছেই, সাগর পেরিয়ে
কজওয়ে চলে গেছে সাগরকে এড়িয়ে।
সাগরের বুক চিরে চলে গেছে বহুদুর
মাঝে আছে দুদেশের মিলন স্থল, সুমধুর।
পর্যটকে ভরা বাহরাইন – মানামা
ঘুরে ফিরে দেখছে, খোলামেলা নেই মানা।
সাগরের বুকে তারা ডাউ নিয়ে ভাসত
মাছ ধরে বাণিজ্য করে হাসিমুখে আসত।
এখন তাঁদের দেশ প্রাচুর্যে ভরপুর
বাণিজ্য লক্ষ্মী আছে, ব্যবসা আছে প্রচুর।
আরবের বণিকেরা প্রতিদিন আসছে
আনন্দ ফুর্তিতে রমরমা ভাসছে।
দূরদেশ থেকেও আসে পর্যটকের দল
বাহরাইন দেখে নিয়ে নিজ দেশে ফিরে চল।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৪

নেওয়াজ আলি বলেছেন: ভাল লিখেছেন । ভালো থাকুন

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৭

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ

২| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: বাহ! মনে হলো যেন বাহারাইন ভ্রমন করে এলাম।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৮

শোভন শামস বলেছেন: বাহরাইন সম্বন্ধে একটা ধারনা পেয়েছেন জেনে ভাল লাগল। দেশটা ছোট তবে সুন্দর এবং সাজানো। সাথে থাকবেন, ধন্যবাদ

৩| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

আমি সাজিদ বলেছেন: বেশ

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৮

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ

৪| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

শেরজা তপন বলেছেন: গিয়েছিলাম একবার। অগভীর আগাছার ভর্তি সুমুদ্র আমার মনে ভয় ধরিয়েছিল।
তবে দেশটি সুন্দর

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

শোভন শামস বলেছেন: সাগরের সেই আগাছা দেখিনি। কজওয়েতে গাড়ী থামিয়ে সাগরের কাছে যেতেই উপর থেকে পুলিশের হেলিকপ্টার হঠাৎ করে এসে পড়ল। তাড়াতাড়ি রাস্তায় চলে এলাম। পর্যটক বুঝতে পেরে চলে গেল। বাহরাইনে কয়েকটা দিন ভালই কেটেছিল, সাথে থাকবেন, ধন্যবাদ

৫| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: প্রচেষ্টা ভালো ছিল। সুন্দর।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ

৬| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহরাইনের কিছু ছবি জুড়ে দিলে মন্দ হত না।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

শোভন শামস বলেছেন: ছবি থাকলে বাহরাইন এক নজরে দেখা হয়ে যেত।
সাথে থাকবেন, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.