![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক আকাশের নীচে আছে, ধরার সকল দেশ
নদী পাহাড় সাগর নিয়ে, সবাই আছে বেশ।
সাগর পাহাড় পাড়ি দিয়ে, বিমান ভ্রমণ করে
দেশ দেখতে বেরিয়ে পড়ো, পর্যটনের ঘোরে।
স্বদেশভূমি থেকে দুরে, নানান রকম দেশ
মরুভূমি, মালভূমি, বরফ শীতল রেশ।
একেক দেশে একেক জাতি, অনেক জানার আছে
পর্যটকের কাটবে সময়, নানান জাতির সাথে।
ঐতিহাসিক স্থাপনাগুলো, দেখার পাশাপাশি
প্রকৃতিকেও দেখে নিও, থেকো কাছাকাছি।
ইতিহাস, বর্তমান, সবটা দেখে এসে
নোট খাতাটা খুলে বস, জানিয়ে দাও শেষে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ ++++
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। দেশ ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় ও মন মানসিকতা উন্নত হয়। তবে উন্নত দেশগুলি গরীব দেশের মানুষদের তাদের দেশে প্রবেশে অনেক বিধিনিষেধ আরোপ করে অথচ গরীব দেশগুলি তা করে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ ++++
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
ঘনশ্যাম বলেছেন: ভ্রমণ-কাব্য! বেশ লিখেছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ +++
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।