নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

ঘানা

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩



কুত দি ভোয়ার পাশেই ঘানা, প্রতিবেশী দেশ
যুগযুগ ধরে তারা সুখে ছিল বেশ।
ঘানার জনপদ- শম্পা, বন্দুকু শহরের পাশে
সেখানে যেতে হলে বনপথ আছে।
দুদেশের সীমান্তে প্রহরীরা থাকে
এই বাজারে কুত দি ভোয়ার সব কিছু রাখে।
দুটি দেশ পাশাপাশি তবু এক নয়
ফরাসী আর ইংরেজি বুলি তারা কয়।
একদেশে যুদ্ধ, শান্তি নাই
সুখে থাক প্রতিবেশী এই তো চাই।
কফি আনান ঘানার মানুষ বিশ্ব শান্তি নিয়ে
ঘানা বাসী গর্ব করে তার সুনাম দিয়ে।
আফ্রিকাতে ঘানা এখন প্রতিষ্ঠিত দেশ
সমস্যাতে এগিয়ে আসে, নিয়ে শান্তির রেশ।
ঘানা আরও এগিয়ে চলুক বিশ্ব এখন চায়
ঘানাবাসী বুক ফুলিয়ে এগিয়ে এখন যায়।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২২

আমি সাজিদ বলেছেন: আমাদের চেয়ে উন্নত ওরা এখন?

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

শোভন শামস বলেছেন: মানুষ অনেক কম, কিছু কিছু ক্ষেত্রে উন্নত, সাথে থাকবেন, ধন্যবাদ

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২

জাহিদ হাসান বলেছেন: ঘানার আক্রা দেখলে মনে হয় সুইজারল্যান্ডের জুরিখ দেখতেছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩

শোভন শামস বলেছেন: সুন্দর করে সাজিয়েছে, সাথে থাকবেন, ধন্যবাদ

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: ঘানার অনেক কথা শুনেছি, একবার বেড়াতে গেলে মন্দ হত না। ঘানা আমাদের চেয়ে অনেক কিছুতে এখন উন্নত।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

শোভন শামস বলেছেন: দেখার আছে অনেক কিছু, আফ্রিকাতে ভ্রমনের জন্য ভাল একটা দেশ। একটু ব্যয় বহুল
সাথে থাকবেন, ধন্যবাদ

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৫১

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.