নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

গোধূলি লগনে বুড়িগঙ্গার কিছু ছবি – ছবি ব্লগ

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯


সকাল বেলা যাত্রা শুরু করে সারাদিন নদীর বুকে কাটালাম। বুড়িগঙ্গা নদীর দুপাশ সুন্দর করে সাজালে অনেক পর্যটক কে এখানে আকর্ষণ করা যায়। নদীর পানির রঙ এখন কাল, বেশ গন্ধ এই নদীর পানিতে। আশা কি করা যায় না আমরা এই নদীকে ভালবেসে নদীকে আবার তাঁর জীবন ফিরিয়ে দিব। নদীতে বাচবে মাছ, সাতার কাটবে হাঁস, নদীতে চাষ হবে মাছের। মানুষ আনন্দ নিয়ে ঘুরে বেড়াবে রঙ বেরঙের নৌকায় চড়ে। থাকবে নদীর পারে ওয়াটার ওয়ার্ল্ড, শিশুরা সেখানে নদী দেখে দেখে খেলবে। সবাই এদেশের মানুষ একটু সময় কাটাবে এই ভালবাসার নদীর পারে। নদীর পারে থাকতে পারে ওয়াক ওয়ে, কবি সাহিত্যিকদের বসতে পারে আড্ডা এই নদীর পাড়ে। আরও কত কি যে হবে ভবিষ্যতের স্বপ্ন দ্রষ্টাদের অনুভূতি নিয়ে।
সাংহাই তে হংপু নদীতে রাতে ওরিয়েন্টাল পার্ল ক্রুজ এ কত মানুষ ঘুরে বেড়ায় নদীতে। সায়গনে সায়গন নদীতে ও তারা এ ধরনের ক্রুজ আয়োজন করেছে। আমরাও পারি টা করতে। সেই টাকা দিয়ে নদীর রূপ আরও ফেরানো সম্ভব। আমি সেই ভাবনা নিয়ে গোধূলি বেলায় কিছু ছবি তুলেছিলাম। আমার ভাল লাগাটা তাই আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিলাম।





























হে নদী তুমি আবার বেঁচে ফিরে আস, আমাদের ভালবাসা নিয়ে

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এই নদীকে সুস্থ করা অসম্ভব ।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

শোভন শামস বলেছেন: আমাদেরকে আশাবাদী হতেই হবে। দেশ আমাদের নদী আমাদের, আমাদেরকেই বাঁচাতে এগিয়ে আসতে হবে। সাথে থাকবেন ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আমাদের নদীগুরিকে নিজ হাতে মেরে ফেলছি।
বুড়িগঙ্গা শত অত্যাচার সহ্যকরে মৃতপ্রায় হয়ে টিকে আছে।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

শোভন শামস বলেছেন: দ্রুত আমাদেরকে এগিয়ে আসতে হবে, সচেতনতা কিছুটা বেড়েছে, ময়লা একটু কম দেখলাম এবার।
সাথে থাকবেন ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: অপরূপ দৃশ্য। খুবই সুন্দর ।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪

শোভন শামস বলেছেন: আরও সুন্দর দৃশ্য সেখানে সৃষ্টি হয়। কাল ময়লা পানি, কিছু গন্ধ তবুও প্রকৃতি আলো ছড়িয়ে যাচ্ছে।
সাথে থাকবেন ধন্যবাদ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪৪

সোবুজ বলেছেন: কতো রঙের পরিকল্পনা হলো,টাকা পয়সা খরচ হলো।কাজের কাজ কিছুই হলো না।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬

শোভন শামস বলেছেন: দেশকে, নদীকে ভালবেসে এগিয়ে আসতে হবে, টাকা দিয়ে হবে না সদিচ্ছা না থাকলে
সাথে থাকবেন ধন্যবাদ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০২

বিটপি বলেছেন: কিভাবে কি নিয়ে ঘুরলেন? স্টার্টিং কোথায়, আর যাত্রা শেষ করলেন কোথায়? একটু ধারণা দিলে আমরাও ইভেন্ট ক্রিয়েট করতাম।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০২

শোভন শামস বলেছেন: যে কোন ঘাট থেকে যাত্রা শুরু করতে পারেন, আমরা মেঘনা পর্যন্ত গিয়েছিলাম। মোহনপুরে নিজ উদ্যোগে নদীর পাড়ে বীচ বানিয়ে সেখানে রঙিন ছাতা দিয়ে সি বীচের পরিবেশ তৈরি করা হয়েছে। সাথে আছে রিসোর্ট। শীতের সময়ে সেখানে সুন্দর সময় কাটানো যায়।
সাথে থাকবেন ধন্যবাদ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এভাবেই আমাদের কাটিয়ে দিতে হবে যুগের পর যুগ। আমাদের দেশের নদীর সৌন্দর্য নিয়ে ভাবা তো অনেক দূরের কথা। নদী ভালোভাবে চলতে পারলে যে দেশের বিভিন্ন অংশকে বন্যা থেকে রক্ষা করা যাবে সেটাও অনেকে মানতে নারাজ। আর এই অনেকেরাই হচ্ছেন আমাদের কর্তাবাবুগণ। যাই হোক, আমাদের দেশ তারপরও ভালো, কারণ আমাদের মধ্যে যাদের নদীর সৌন্দর্য দেখার ইচ্ছে তারা নদী দেখিতে অন্য দেশে যেতে পারে। এটাই আমাদের কর্তাবাবুদের ধারণা। তাই আমাদের নদীগুলোর সৌন্দর্য ফিরিয়ে আনা বা বৃদ্ধির কোন প্রয়োজন নাই। পারলে আপনি টাকা দেন, আপনারে কিছু নদীর জায়গা দিয়ে দেই। বরাট করে জায়গার ব্যাবসা করুন। দেখবেন আপনিও দেশের বাহিরে গিয়ে সুন্দর সুন্দর নদী দেখতে পারবেন।

অথচ আমাদের দেশ, নদীমাতৃক বাংলাদেশ

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৫

শোভন শামস বলেছেন: আমাদেরকে আশাবাদী হতেই হবে। দেশ আমাদের নদী আমাদের, আমাদেরকেই বাঁচাতে এগিয়ে আসতে হবে। সাথে থাকবেন ধন্যবাদ।
বিবেক কে নাড়া দিতে হবে। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মানুষ ক্ষমতার উৎস, মানুষই পারবে

৭| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

কালো যাদুকর বলেছেন: এত সুন্দুর নদী তবু আমরা এদের হত্যা করেছি। প্রকৃতি একদিন এর প্রতিশোধ নেবে ৷

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

শোভন শামস বলেছেন: আমরা এখন ও ক্ষতিগ্রস্ত হচ্ছি, যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই মঙ্গল। সাথে থাকবেন ধন্যবাদ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

অপু তানভীর বলেছেন: ছাত্র জীবনের একটা বড় অংশ কেটেছে এই নদীর কাছেই । এই নদীর পানি এমন ভাবে দূষিত যে কোন ভাবেই এটা সঠিক করা সম্ভব না ।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৮

শোভন শামস বলেছেন: আশাবাদী হতে হবে, আপনি হবেন আশা জাগানিয়া মানুষদের একজন, সাথে থাকবেন ধন্যবাদ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বুড়িগঙ্গার দুটি প্রাচীন ছবি দিলাম;


১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৯

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সুন্দর ছবির জন্য। সাথে থাকবেন ধন্যবাদ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৬

ওমেরা বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হয়।
ছবি গুলো দেখতে গেলে মনে একই ছবি বারবার দেখছি।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১০

শোভন শামস বলেছেন: আমরা এখন ও ক্ষতিগ্রস্ত হচ্ছি, যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই মঙ্গল। আশাবাদী হতে হবে, আপনি হবেন আশা জাগানিয়া মানুষদের একজন, সাথে থাকবেন ধন্যবাদ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: আমরা একসময় খুব যেতাম সারাদিনের জন্য, তবে তীর ঘেঁষে প্রকট গন্ধ।
বেশ লাগলো ছবি।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১১

শোভন শামস বলেছেন: এখন ও অনেক খারাপ গন্ধ নদীতে, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, সাথে থাকবেন।

১২| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৬

গরল বলেছেন: আকাশটা পরিষ্কার ছিল না, পরিষ্কার আকাশ হলে ছবিগুলো আরো ভালো আসতো। পরিষ্কার আকাশে আর একবার চেষ্টা করবেন, ভালো হবে। আমার একটা গোধুলীর ছবি দিলাম।

২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯

শোভন শামস বলেছেন: আপনার ছবি সুন্দর হয়েছে।
সেদিন আকাশ ঘোলা ও ধুলিময় ছিল তাই ছবি গুলো সে রকম এসেছে।
সাথে থাকবেন ধন্যবাদ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: যে ভাবনাটা নিয়ে আপনি ছবিগুলো তুলেছিলেন এবং তা ব্লগে শেয়ার করেছেন, সে ভাবনাটা হয়তো অনেকের মধ্যেই আছে, কিন্তু উদ্যোগ নেয়ার মত কেউ নেই। সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া এ দোষণ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। এ বিষয়ে হাইকোর্টের পরিষ্কার নির্দেশনা আছে, যা বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

"দেশকে, নদীকে ভালবেসে এগিয়ে আসতে হবে" (৪ নং প্রতিমন্তব্য) - আপনার এ উদাত্ত আহবানকে সাধুবাদ জানাচ্ছি। মন্তব্যের ঘরে চমৎকার দুটো ছবি সংযোজন করার জন্য সাড়ে চুয়াত্তর কে ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

শোভন শামস বলেছেন: আমাদেরকে আশাবাদী হতেই হবে। দেশ আমাদের নদী আমাদের, আমাদেরকেই বাঁচাতে এগিয়ে আসতে হবে।
বিবেক কে নাড়া দিতে হবে। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মানুষ ক্ষমতার উৎস, মানুষই পারবে
সাথে থাকবেন ধন্যবাদ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অসাধারণ ছবি গুলো, অনেক ভালো লাগলো, আরও ছবি চাই, আমি যখন গিয়েছিলাম তখন ক্যামেরা ছিল না আমার সাথে, জানি না আবার কবে যাবো, আপনার চোখে দেখে ভালো লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

শোভন শামস বলেছেন: দেশ আমাদের নদী আমাদের, আমাদেরকেই বাঁচাতে এগিয়ে আসতে হবে।
মানুষ ক্ষমতার উৎস, মানুষই পারবে
সাথে থাকবেন ধন্যবাদ।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৪

সাজিদ উল হক আবির বলেছেন: বুড়িগঙ্গার তীরে আমার জন্ম, বড় হওয়া। ২৫ বছর কাটিয়েছি ফরিদাবাদ , সূত্রাপুর, গোসাইবাড়ি লেনে। শৈশবের প্রথম অবাধ্যতা, প্রথম বিদ্রোহও বাবা - মায়ের নির্দেশ অমান্য করে কলোনির বাইরে গিয়ে বুড়িগঙ্গার তীরে দাঁড়ানো। পরিণত বয়সে অস্থির মন শান্ত করার জায়গা ছিল মিলব্যারাক লঞ্চঘাট। নদীর তীরে চুপচাপ বসে থাকা। পছন্দের সব উপন্যাসগুলো শেষ করতাম নদীর তীরে বসে। এটাও একটা রিচুয়ালের মতো হয়ে গিয়েছিল। অনেকে বুড়িগঙ্গার পানিতে দুর্গন্ধের কথা বলে। শীতে পানিতে দুর্গন্ধ থাকলেও বর্ষা বা গ্রীষ্মেও পানি মোটামুটি স্বচ্ছ। অনেক কচুরিপানা থাকে তীরে যদিও।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০০

শোভন শামস বলেছেন: আমাদের দেশের এই নদী এক বর্ষায় যদি সহনীয় অবস্থায় আসে তবে তাকে সেভাবে আস্তে আস্তে ভালর দিকে নিয়ে যেতে হবে। কচুরি পানা ও নদীকে কিছুটা ভাল অবস্থায় আনতে পারে। ধন্যবাদ সাথে থাকবেন।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

আগে বুড়িগঙ্গার কাছে থাকতাম
প্রায়ই যেতাম
অনেক ছবিও তুলেছি

ধন্যবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

শোভন শামস বলেছেন: বুড়ি গঙ্গার ছবি তুলে এর দুর্ভাগ্য জানান দিলে সচেতনতা তৈরি হতে পারে।
সময় লাগলে ও চেষ্টা চালিয়ে যাওয়া দরকার।
সাথে থাকবেন ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.