![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদেরই বাংলাদেশ, কোটি মানুষের দেশ,
দেশটা ভাল থাকলে তখন, থাকব সবাই বেশ।
দেশের শিক্ষা নষ্ট করে, চিকিৎসার পচন নিয়ে
ঘুষ, চুরির ঘনঘটা, চাঁদাবাজি মুক্তি চেয়ে,
দেশের টাকা দেশের ভেতর, রাখা যদি যায়।
উন্নয়ন আর অগ্রগতি, দ্রুত হবে, সবাই যদি চায়।
জাল টাকায় যাচ্ছে ছেয়ে, কে এনেছে কে দিয়েছে
ধর তদের শক্ত হাতে, বিচার হবে
এসব এখন থামাতে হবে, ভাল যদি চাই
নিজের দেশের ভাল যেন, আমরা ভেবে পাই।
দেশের ভাল মানুষগুলো এগিয়ে যদি আসে
দেশটা সোনার তখন হবে, সুখ আসবে পাশে।
ব্যাংক থেকে টাকা তুলে বিদেশ পাচার করে
সুখের স্বপ্ন বন্ধ কর, দেশের মানুষ মরে।
অন্য দেশে তোমার ভাল, কেউ কি কখন চায়
নিজের দেশের ভাল কর, সুখ এখানে পায়।
দেশের সব নষ্ট করে, তারা যেকি পাবে
এসব করে সুখে থাকা, কদিন তাদের হবে।
পরের দেশ, পরের মানু্ কেউ আপন নয়
তাড়াতাড়ি শুধরে নাও, ঠকে যাওয়া হয়।
তার চেয়ে ভাই আস সবাই, দেশের ভাল চাই
নিজের দেশের মানুষ নিয়ে, দেশকে গড় ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৫ ভোর ৪:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
জাল টাকার মেশিন দিচ্ছে বিএনপি ও জামাতের ব্রাদারেরা ( পাকিস্তান )।