নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ। ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি তাদের যারা দেশকে ভালোবাসে ও দেশের হয়ে কাজ করে। দেশের মানুষকে সাহায্য করে। ঘৃনা করি সব নিকৃষ্ট মানুষকে যারা সমাজকে নষ্ট করছে। কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে তিনি আমায় জীবন দিয়েছেন ও ইবাদতের সুযোগ করে দিয়েছেন।

শ্রাবনশামীম

দেশকে ভালবাসি । ভালবাসি দেশের মানুষকে । দেশ ও দশের হয়ে ভালো কাজ করতে চাই । চাই নতুন ও পুরাতন , কাছের দুরের সমস্ত বন্ধুর সাহায্য । চাই সবার ভালোবাসা । ভালোবাসার গরীব কাঙাল আমি।

শ্রাবনশামীম › বিস্তারিত পোস্টঃ

আমরা দুর্বল নই : প্রধানমন্ত্রী।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

বিএনপি-জামায়াত মানুষ হত্যা করবে, ভাঙচুর করবে, আগুন ধরিয়ে দেবে, আর আমরা বসে বসে দেখবো। আমরা এত দুর্বল নই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



তিনি বলেন, আমারা অনেক ধৈর্য ধরে দেখেছি। কিন্তু তারা এটাকে দুর্বলতা ভেবে বেড়েই চলছে। ধৈর্যের বাঁধ ভেঙ্গে ফেলেছে তারা। আর নয়। মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছি, ডিসিদের দিয়ে জেলায় জেলায় ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করতে। উপজেলা ইউনিয়ন পর্যায়ে মসজিদের ইমাম, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে নিয়ে এ কমিটি গঠন করতে।



শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা তা-বের সঙ্গে জড়িত, তাদের নাম-ঠিকানা যোগাড় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।



ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতি সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।



প্রধানমন্ত্রী বলেন, তারা তা-ব চালাচ্ছে। মানুষের সম্পদ-ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। তাদেরও তো ঘরবাড়ি-সম্পদ আছে। মানুষ যদি তাদের সম্পদ পুড়িয়ে দেয়, তখন কোথায় যাবেন?



তিনি বলেন, কিন্তু, আমরা সংঘাত চাই না। আমি বিরোধী দলীয় নেত্রীকে বলবো- এটা বন্ধ করুন। আর শিবিরকে বলবো- যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা যেন না করে। ইতিহাস থেকে জেনে নিন, তারা অপরাধী, আন্তর্জাতিক অপরাধী। তাদের বাঁচানোর জন্য নিজেদের জীবন দিয়ে কী লাভ!



আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.