নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ। ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি তাদের যারা দেশকে ভালোবাসে ও দেশের হয়ে কাজ করে। দেশের মানুষকে সাহায্য করে। ঘৃনা করি সব নিকৃষ্ট মানুষকে যারা সমাজকে নষ্ট করছে। কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে তিনি আমায় জীবন দিয়েছেন ও ইবাদতের সুযোগ করে দিয়েছেন।

শ্রাবনশামীম

দেশকে ভালবাসি । ভালবাসি দেশের মানুষকে । দেশ ও দশের হয়ে ভালো কাজ করতে চাই । চাই নতুন ও পুরাতন , কাছের দুরের সমস্ত বন্ধুর সাহায্য । চাই সবার ভালোবাসা । ভালোবাসার গরীব কাঙাল আমি।

শ্রাবনশামীম › বিস্তারিত পোস্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রীর মানহানির মামলায় কাদের সিদ্দিকীর জামিন

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে মো. সাইফুর রহমান শুনানি শেষে তাকে জামিন দেন।



এর আগে সোমবার সকালে মানহানি মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন কাদের সিদ্দিকী। গত ৯ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকী রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক শ্রমিক জনতা লীগের এক সম্মেলনে “রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরে রেখে যুদ্ধাপরাধীদের বিচার করা যায় না” বলে মন্তব্য করেছিলেন সাবেক এই আওয়ামী লীগ নেতা।



পরে ১৯ ফেব্রুয়ারি হাতিরপুলের বাসিন্দা মুক্তিয়োদ্ধাদের কল্যাণমূলক সংগঠন ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন তার বিরুদ্ধে মামলা করেন। কাদের সিদ্দিকীর বক্তব্যে মহীউদ্দীন খান আলমগীরের দুই কোটি টাকা মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.