নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"কাহাঁ গেলে তোমা পাইনাথ আমি তাহাঁ যাই\"ভারতভূমি নিবাসী একজন সাধারণী। সাহিত্যের ছাত্রী, সাহিত্যের শিক্ষিকা।

shreyashi sinha

shreyashi sinha › বিস্তারিত পোস্টঃ

তোমাকে

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮




তুমি নেমে পড়েছ পরের স্টেশনে
তাই ট্রেন ফাঁকা।
গল্পেরা ছড়িয়ে আছে যে যার মতন
পাশে পাশে বাদামের খোশা।
এখনো খুলে আছে চটকানো বালিশ, গায়ে  গন্ধ মাখা চাদর
বাথরূম মেখেছে আফটার সেভ,
কাছাকাছি বসা একটু নিরালা।
পায়ের ধুলো মেশেনি
আমার এঙ্কলেট খুলে পরে আছে বাঙ্কে
মোবাইল চার্জারে জড়ানো
দুপুর মূহুর্ত।
বিকেলেরা নদীবাঁক পেরিয়ে গেলে
গরু নিয়ে ফিরে যাওয়া কিশোরী গঠন
মনে করায় ফেলে আসা স্বপ্ন।
রাতগুলো খুলে বেরিয়ে পরে
দিন শেষের অর্থহীন কংকাল।
হাতপাতা কিশোরী বাসি রুটি খোঁজে।
কলংক কলংক বলে চেঁচায় যেন।
ঠোঁট টেনে কে বলে, আঃ মলো যা।




# পূর্ব প্রকাশিত

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: ট্রেন থেকে কোনো যোগসুত্র ছাড়াই বেডরুম। ধাক্কাটা সামলানো গেলো না

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০২

shreyashi sinha বলেছেন: বেডরুম আবার কোথায়????

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে ট্রেনের মধ্যে বালিশ চাদ্দুর টাট্টিখানা আসে কেমনে? কুন দেশী ট্রেন যে এটাচড টাট্টিখানা লগে আবার সেরাম বেড??

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৭

shreyashi sinha বলেছেন: আপনি কি কখনো ভারতের রেলে উঠেছেন? ভারতের লোকাল রেল বাদে দূরপাল্লার রেলে এর ব্যবস্থা থাকে। একটু গুগল মামার থেকে দেখে নিলেই বুঝতে পারবেন। কেবল বালিশ চাদর নয়, কম্বল এবং কিছু ট্রেনে খাবারের ব্যবস্থাও থাকে।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: দুঃখিত ভাউ। যৌবনে ভারত যাওনের নসিব হয় নাই।কেমনে জানুম কন? নিজ গুনে ক্ষমা কইরেন

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

অচেনা অথিতি বলেছেন: খুব ভালো..keep it up....অামার post টা পরবেন

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৪

shreyashi sinha বলেছেন: ধন্যবাদ। নিশ্চয় পড়ব।

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: নতুন লেখা কই?

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২১

অচেনা অথিতি বলেছেন: Thank you...ভালো লাগলে comment করবেন অার অাপনার অার লেখা কোথায় অাপনাদের লেখাই তো আমাদের অনুপ্রেরণা

৮| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

অচেনা অথিতি বলেছেন: আপনার আরো লেখা চাই....পরবর্তী লেখা কবে পাবো আমরা ...

৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

অচেনা অথিতি বলেছেন: আপনার লেখা আর পাওয়া যায় না কেন ... খুব বাস্ত্য না আর সময় নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.