![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
তারে আমি ঈর্ষা করাবো
দেখায়ে আমার সুখীজীবন,
পিপাসার জল আঙ্গিনায় ঢেলে
রাখবো জীবন্ত ফুলন্ত অঙ্গন।
ভাতের খরচ বাঁচিয়ে হলেও
পান খেয়ে রাখবো রঙ্গিন মুখ,
দশ জানবে, দেশ জানবে
সুখী মানুষের সুখ আর সুখ।
এরই মাঝে তুমিও তো সংসারী এক
দশ আর দেশের ঘরের মত,
আর কারো না, জানি আমি
আমার সুখে কার বক্ষে হবে ক্ষত।
কিছু না বলে, কিছু না করে
কি করেছো দেখবে শেষে,
যে জলে ভিজাওনি পা
সে জল ভাঙ্গবে চোখে এসে।
মরণে নাকি শেষ হয় সব
সুখীমানুষের মরণ তবে,
শেষ না হয়ে তাহার মনে
ঈর্ষার শিখা অনির্বাণ হয়ে রবে।
Click This Link
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
সুখী মানুষ বলেছেন: আপনিতো বাঁধনহারা, মনেরাখার বাঁধনে বাধবো?
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!