![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কেন অত সাবধানী হও
ভদ্রতার বিভব রেখে,
একটু নাহয় সুবাস দিলে
ওড়নাখানার ছোঁয়া মেখে।
ঝড়া বকুল তুলতে গিয়ে
একটু নাহয় ঝুকলে শেষে,
কেন অত সাবধানী হও
কি'বা বুঝাও মুচকি হেসে?
কথায় কতই দেয়াল দিলে
মেপে মেপে সীমারেখা,
কোন কথার যে ফুটলো কুসুম
সে কুসুম আর হয়না দেখা।
একটুখানি অসাবধানে
একটুখানি বেহিসাবে
একটু নহয় বলেই দিলে
একটু নাহয় ছুঁয়েই দিলে।
৯-১-১৩, ঢাকা
©somewhere in net ltd.