![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কান্ডারী তুমি কই?
আবর্জনার স্তুপ জমেছে অনেক
বিন্দু বিন্দু জল
দেশ প্রেমের জল
জমছে শাহবাগে
সিন্ধু হবে বলে
কান্ডারী তুমি কই?
কোন পথে সব সরাবে জঞ্জাল
কান্ডারী তুমি ছাড়া কে আর জানে?
এই বার যদি
কান্ডারী
এই বার যদি জঞ্জালে শুষে নেয়
শাহবাগের সমুদ্র
দেশ প্রেমের
কান্ডারী
নির্লোভী দেশপ্রেমিকের জলাঞ্জলি হবে তবে।
কান্ডারী তুমি কই
দেখাও পথ
আজ তোমারেই শুধু প্রয়োজন
আর বাকী সব শাহবাগে আছে।
৭-২-১৩, ঢাকা
©somewhere in net ltd.