![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
শাহবাগে যারা আছেন, সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। এতে কোন সন্দেহ নাই। অতিরিক্ত স্বস্তির কথা হলো, সবাই সুশিক্ষিত। তাই দয়া করে অনুরোধ, নেতৃত্ব দিবে এমন কাউকে সামনে রাখেন। দেশপ্রেমের আজ জোয়ার ডেকেছে। সঠিক পথে এই জোয়ার এগিয়ে নিতে পালেই জঞ্জাল পরিস্কার হবে।
বন্ধুরা, অফিসে বসে লাইভ দেখানোর কাজে ব্যাস্তা আছি। তাই অবস্থান করে জানাতে পারছিনা যে সাথে আছি। তবে আছি, সাথেই আছি। জয় বাংলা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
সুখী মানুষ বলেছেন: তবে তাই হোক
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
সুখোই-৩৫ বলেছেন: শোনেন ভাই, বাঙালির মজ্জাগত স্বভাব, সে নেতা মানে না, বাঙ্গালি সবাই নিজেই নেতা হইতে চায়। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আর কাউরে এককভাবে নেতা বানাইলে বিভিন্ন পক্ষ তারে যাইয়া ধরব, তারে নানা প্রস্তাব দিব, আন্দোলন নষ্ট হইব। এর থেকে আমরা সবাই নেতা, এইটাই ভাল আছে। সিদ্ধান্ত যা নেবার সবাই মিলেই নিচ্ছে, কোন একক নেতার একক ইচ্ছায় জনতা চলবে না, জনতা চলবে জনতার ইচ্ছায়। ঐসব কেতাবি, বইপুস্তকে লিখা "নেতাহীন দল টিকতে পারে না"-জাতীয় ডায়ালগ বাঙালির ক্ষেত্রে খাটে না। বাঙ্গালি বরং "সবাই নেতা"-জাতীয় সংগঠনেই ভাল পারফর্ম করে।