নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমি যখন "দেয়াল" লিখবো ...

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আমি যখন "দেয়াল" লিখবো:

৭১ এ আমরা জয় লাভ করেছি। স্বমূলে বিনাশ করতে পারিনি সেই সব নর পশুদের যারা ধর্মকে ঢাল হিসাবে রেখে আড়ালে নিকৃষ্ট কাজ করে বেড়ায়। তারাই এখন জামাত-শিবির। এবার এদের ধংস হবে। দেশ হবে ধর্মান্ধতার অন্ধকার মুক্ত। দেশ হবে, ধর্ম যার যার, দেশ সবার। হিন্দু বন্ধুদের পূজায় যেমন আমরা যাবো তেমনি আমাদের ঈদেও আসবে হিন্দু ও অন্য ধর্মের বন্ধুরা। উপজাতী ভাইদের অনুষ্ঠান দেখতে যাবো আমরা সবাই। উন্নত একটা দেশের সবাই ভূলেই যাবে দেশে এক সময় ধর্মের নামে বাড়ীঘর পুড়ানো হতো, বাসে, ট্রেনে আগুন দেয়া হতো।



তখন যদি স্মৃতি কথা লেখার মত বয়সী কেউ না থাকেন। যদি আল্লাহ সেদিন আমাকে সুস্থ্য ভাবে বাঁচিয়ে রাখেন তখন আমি হয়ত ইতিহাস নির্ভর উপন্যাস লিখবো। উপন্যাসটা হয়ত হবে অনেকটা এমন -



তখন ২০১৩। মানুষের চেয়ে যে বড় কিছু নয় তা তখনো ধর্মন্ধ মানুষরা মনে করতো না। তারা মনে করতো ধর্ম আগে, এরপর মানুষ। তাই ধর্মের নামে হতো যতসব অধর্ম। বাংলাদেশের বেশীরভাগ জনসংখ্যা ইসলাম ধর্মের। আর এই সুযোগে কিছু লোকজন পরীক্ষিত এবং প্রমানিত রাজাকারের মুক্তির দাবিতে এই ইসলাম ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলো। ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যে পশুটা নিকৃষ্টতম অপরাধ করেছিলো সেই পশুর মুক্তির দাবিতে সাধারন মানুষদের পথে নামিয়েছিলো কিছু কুবুদ্ধিসম্পন্য ধর্মব্যবসায়ী। ফটোশপে এই পশুর ছবি চাঁদের সাথে লাগিয়ে অপাসিটি কমিয়ে দিয়ে মিশ খাইয়ে এরা প্রচার করলো এই পশুটাকে নাকি চাঁদে দেখা য়ায়। পাড়ায় পাড়ায় মাইকিং হলো যে চাঁদে এই "মহান!" বক্তার ছবি দেখা যাচ্ছে। তখন বাংলাদেশের বেশীরভাগ মানুষ ছিলো সরল প্রকৃতির। এরা ধর্মীয় কথা মনে করে তা বিশ্বাস করলো। রাস্তায় নেমে সেই পশুর মুক্তিতে মিছিল করলো, গাড়ী ভাংলো, রেল পুড়ালো আরো কত কি...! পুলিশ মারলো, পুলিশ অরাজকতা ঠেকাতে গুলি ছুড়লো, মানুষ মরলো। যারা মরলো তারা বেশীরভাগই সরল বিশ্বাসের মুসলমান। আর এদের সরল বিশ্বাসে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করলো জামায়াত-শিবির নামের তৎকালিন একটি ধর্মব্যবসায়ী দল। ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.