নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

মহামানবদের অনুপ‌্রেরণা...

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩০

ফেসবুকে রক্ত চেয়ে কখনো ষ্টেটাস দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানের এতে কাজের কাজ কিছু হয়না। কারনে অকারনে কতগুলো লাইক পড়ে, এই যা।



আমার গ্রামের এক বড় ভাই তাঁর বাবার জন্য রক্ত জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত আমাকে জানালেন। অন্য বারের মত এবারও ফেসবুকে ষ্টেটাস দিয়ে দিলাম। এই ষ্ট্যাটাস পড়ে একজন ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় চলে এলেন রক্ত দিতে। সেই একজন বড় মনের মানুষটি বাস্তবে বড় মাপেরও মানুষ। তাঁর অনেকগুলো পরিচয়ের একটি পরিচয় হলো, তিনি বিবিসি বাংলার একজন বড় কর্মকর্তা।



আজকে আবারো মুগ্ধ হয়ে বুঝতে পালাম, ধারেকাছের মানুষগুলোর মধ্যেই লুকিয়ে থাকে মহামানবেরা।



ভাই, আপনার নাম উল্লেখ করে আপনার মহানুভব হৃদয়টাকে বিব্রত করলাম না। যে উপকার গোপনে করতে পছন্দ করেন তা গোপনেই রাখলাম।



তবু এই ষ্টেটাস দেওয়ার কারন হলো, অন্য মহামানদের অনুপ্রাণিত করা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: উনার প্রতি রইলো অপরিসীম শ্রদ্ধা।

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

বটের ফল বলেছেন: তিনি যেই হোন না কেন, তার প্রতি শ্রদ্ধা ও সালাম।

৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:০০

তামা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: উনার প্রতি রইলো অপরিসীম শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.