![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
নাম বলবো না। বল্লে দেশের সবাই চিনবেন। এমন বড় মাপের একজন মানুষ আজ সুন্দর একটা টি-শার্ট উপহার দিলেন। আমি হাসি দিয়ে বল্লাম, আপনি দুই দিন পরপর এত এত গিফ্ট দিচ্ছেন! তিনি আরো বড় হাসি দিয়ে বল্লেন - আরো নাও নাও। যদ্দিন শক্তি সামর্থ আছে, তদ্দিন তো দিয়ে যাই। পরে বয়স হয়ে গেলে তোমরা বড় হয়ে যাবা, তখন তোমরা দিও।
.... ভাই, আপনার হয়ত বয়স হবে, কিন্তু আমি বড় হবো না । আপনার দৃষ্টিতে যেমন ছোট আছি এমনই যেন থাকি। সারা জীবনই আপনি গিফ্ট দিয়ে যাবেন, এমনটাই কাম্য। । কলম, পারফিউম, টি শার্ট এইসবতো আমি গিফ্টের মধ্যে ধরি না। আপনি যে হাসি দিয়ে, স্নেহ মাখিয়ে কথা বলেন এইটা হলো মূল গিফ্ট। সাথের গুলো ফাও। ফাওয়ের আশা কোন দিনও করি নাই, মূল গিফ্ট ওই স্নেহটারই বড় কাঙ্গাল আমি।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ++
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১
খেয়া ঘাট বলেছেন: গভীর কথা..........ভালো লাগলো।
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১
না পারভীন বলেছেন: সুখী মানুষের পোস্ট ও সুখী মানুষের মত ।
আপনি যে হাসি দিয়ে, স্নেহ মাখিয়ে কথা বলেন এইটা হলো মূল গিফ্ট। সাথের গুলো ফাও। ফাওয়ের আশা কোন দিনও করি নাই, মূল গিফ্ট ওই স্নেহটারই বড় কাঙ্গাল আমি।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩
মদন বলেছেন: +