![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমার এক বন্ধু অপরিচিত কারো সাথে প্রেমের গল্প করলে মন খারাপ করে বলতো
-ভাই আমারও একটা প্রেম ছিলো।
- আহারে, এরপর?
- আর কইয়েন না, সফল হয়ে গেলো, তার সাথে আমার বিয়ে হয়ে গেলো।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যারা সফল হন না তাদের দুঃখটা নিশ্চয়ই মজা করার মত না।
ভুল মানুষে ফুল দিয়েছি
আমার প্রথম ফুল
একটাই নাকি ফুটে প্রেমকাননে।
মানুষতো কেউ কারো নয়
দুষবো আমি কারে?
আমি শুধু ফুল হারায়ে কাঁদি
আমার প্রথম ফুল
প্রেমকাননে আমার একলতা সেই ফুল।
মানি এমন হয়
আবার হয়নাওতো আছে!
বিধি কি বাম আমারই ছিলো
ডান পাশে কি সুখের বায়ু বন্ধ আমার?
হারে ফুল, আহারে ফুল আমার
প্রেমকাননের আমার প্রথম প্রেমের ফুল।
৬/৮/২০১৩, ঢাকা
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪
সুখী মানুষ বলেছেন: আপনি শুধু + দিয়ে যান, কথা বলেন না। কথাগুলো মিস করি অনেকদিন ধরে।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
ডরোথী সুমী বলেছেন: হুম....বোঝেন ঠেলা। বিবাহ পরবর্তী গল্পগুলো এইজন্য জমেনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০
মদন বলেছেন: +