![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বেয়াড়া গান পোষ মানেনা কণ্ঠে কিছুতেই
সুরের খেয়াল রাখি তো কথাই দেখি নেই।
জীবন নাকি হয়না সফল আপোড়া হৃদয়ে
না না না বলো না কোন সে উপায়ে
পুড়লো হৃদয়, দোষ কারো নয়
যে পড়ে সে জানে প্রেম এমনি এমনি হয়।
এখন কণ্ঠ আমার রোধ হয়ে যায় শুধু
আলেয়ার মত সুর জাগে মনে মরুভূমি ধূধূ।
স্বভাব সুরে স্বরে আসে গান
কিসের নিয়ম যখন গেয়ে ওঠে প্রাণ
বেয়াড়া গানই বন্ধু এখন আমার
কে জানে এরই মধ্যে দু'একটি হয়ত পছন্দ তার।
২০/৮/২০১৩, ঢাকা
২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো,কবি।
একটা বানান শুধরে নিন দয়া করে-বেয়ারা নয় বেয়াড়া।
শুভেচ্ছা।