![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রেম তো না হয় হয়েই যায়
বন্ধু একটা পাবি কই?
মানব জন্মে একবার প্রেম হয়েই যায়
একটা বন্ধু সবার হয় না
মনে মনে যে মিশে থাকে
যে শুনে সব মুখের কথা
মনের কথাও সে শুনতে পারে।
মনের একটা আশ্রয় চাই
যে আশ্রয় ঘরে হয়না
যে আশ্রয় পরে হয়না
আশ্রয়ের সেই বটবৃক্ষ
শীতল সমীরনে ঢাকা
এমন আশ্রয় যেথায় পাবি
বন্ধু বলে তারে বাধিস
আজন্ম ও আমরণে
নাম দিস তার বন্ধু বলে।
২৬/৮/২০১৩, ঢাকা
©somewhere in net ltd.