নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ভণিতা করেই চাইছি: ও পজিটিভ রক্ত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সাহায্য চাওয়ার আগে একটু ভূমিকা টেনে নেই -------

Thalassemia নামের একটা বিচ্ছিরি রোগ আছে। এই রুগীদের শরীরে হিমোগ্লোবিন তৈরী হয় না। আমাদের বৈশাখী টেলিভিশনের ড্রাইভার রেজা ভাইয়ের দুইটা (সত্যিকার অর্থে) মেধাবী ছেলে বাবু আছে। এর মধ্যে বড়টার এই রোগ। প্রতি দুই/তিন মাস পরপর বাইরে থেকে রক্ত না দিলে সে বাঁচবে না। তারমানে তার জীবনটা নির্ভর করছে আপনারা যারা নিয়মিত রক্ত দেন তাঁদের উপর। ওর রক্তের গ্রুপ O +ve। রেজা ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে: 01732645538, 01961943092।



বাবুটার শরীরের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। ধীরে ধীরে দূর্বল হয়ে যাচ্ছে সে। বেশ কয়েকদিন ধরে কোন ডোনার পাওয়া যাচ্ছে না। জানি দুই/তিন মাস পরপর এই বাবাটা আপনাদের কাছে ভিক্ষা চাইবে। তাও যে সে জিনিসের জন্য না, রক্তের জন্য। হয়ত আমিও তার অনুরোধে এমন করে মনপ্রাণ দিয়ে রক্ত চেয়ে স্টেটাস দিবো। জীবন তো জীবনের জন্যই তাই না? আর যারা রক্ত দেওয়ার মত এত বড় মনের মানুষ হন তাদের কাছে এত হাবিজাবি বলে রক্ত চাইতে হয়না। রক্ত তো মানুষ বিনা কারনে চায় না। ব্যাপারটা তো এমন না যে, শরীরটা একটু ম্যাজম্যাজ করতেছে, দেন ভাই একটা ব্যাগ রক্ত দেন, পুশ করি।



খুব আশা নিয়ে ষ্টেটাস লেখা শেষ করছি। নিশ্চয়ই আমার এই লেখাটা সেই বাবার মনের অনুরোধ ধরার শক্তি রাখে না। তবু চেষ্টা করে দেখি না এবারের যাত্রায় ছেলেটাকে আরো দুই/তিন মাসের হায়াত কেউ দিতে এগিয়ে আসেন কি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

আন্ধার রাত বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
নিচে একটা লিন্ক দিলাম। । এখানে যোগাযোগ করলে রক্ত পাবেন।
আমি নিজে একজন রক্তরোগ রোগী, ঢাকায় যখন ছিলাম গত বছর, ওখান থেকেই প্রায় ৭০ ইউনিট প্লাজমা নিয়েছিলাম আমারই জন্য।
তাদের রক্ত কোন পেশাদারীর নয়, স্বতস্ফূর্তভাবে কিছু মানুষের দেয়া।

এখানে নিশ্চিত পাবেন

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

বনসাই বলেছেন: রেজা ভাইকে ঢাকার শান্তিনগরস্থ কোয়ান্টাম ব্লাড ল্যাবে যোগাযোগ করতে অনুরোধ করছি। যার লিংক ব্লগার আন্ধার রাত দিয়েছেন। কোয়ান্টাম থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়মিত রক্ত সংগ্রহে সহায়তা করতে চেষ্টা করছে। এই সংখ্যা প্রায় ৫৫০ জন। রেজা ভাই এর ছেলেকেও সহযোগিতা করবে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর যেন রক্ত পেতে কোনো সমস্যা না হয় এজন্য এখানে কার্ড দেয়া হয়। সময় মতো যেয়ে কার্ড দেখালে তারা রক্ত প্রদানে সর্বাত্মক প্রচেষ্টা করেন। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদাতাদের মাধ্যমে এই রক্ত পেয়ে থাকে। আমাদের উচিত কোয়ান্টাম ব্লাড ল্যাবের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে অংশ গ্রহণের।
যে কোনো প্রকার রক্তের প্রয়োজনে এখানে যোগাযোগ করাই হোক আমাদের প্রথম পছন্দ।
আমার রক্তে অন্তত বাচুঁক একটি প্রাণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.