![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
তবু ল্যাম্পপোষ্টগুলো ঘুমাতে পায় রাতে
দায়িত্বের দৃষ্টিটারে আলতো করে জ্বেলে
ঘুমায় তারা রাতের সাথে।
কোনটার সখা কাক হয়ত আসেনি দিনে
রাতে তার বুক ধড়ফড় অপেক্ষা কেবল
এলো কি কেউ, তাই দেখে থেকে থেকে।
গলির মুখে কেউ একজন তখনো রয় জেগে
তখনো বারান্দায় তারার মত জ্বলে সিগারেট
সেও আশায় আশায় কেউ কি এলো দেখে
সে জানে না তার জন্য কেউ বসে নেই কোথাও।
২৪/৯/২০১৩, ঢাকা
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ভালো হয়েছে। তো আমাকে চেনেন তো ?
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
ডট কম ০০৯ বলেছেন: অনেক ভাল হইছে। আর ভাল করতে হবে।
আরো লিখুন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
এক্সপেরিয়া বলেছেন: খুবই ভালো হয়েছে
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগলো।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
তখনো বারান্দায় তারার মত জ্বলে সিগারেট
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
আল-মামুন-কৌশিক বলেছেন: