![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
দিলাম স্বাক্ষর দলিলে ভালোবাসার
দেখি পদ্ম হয়ে কতদিন রয় প্রেমকালে।
যেদিন তুমিও স্মৃতি আমিও তোমার পাশে
দূর নক্ষত্র হতে দেখবো দৃষ্টি ফেলে
ভালো যে বেসেছিলাম তাহা কতটুকু জ্বলে।
ভালোবাসা বন্ধু, বধু শীতল, উষ্ণ সুখ নয়
কেবলই মনে হয়, যেন এ জ্বলন্ত অংগার এক।
তারে আর কতক্ষণ ধরে রাখা যায় হৃদয়ে বলো?
তোমার চন্দন চরণের পাশে সোনার থালায় যে উনুন
তোমারে সে একটু উত্তাপ দেয়।
সেই উনুনে যে রেখেছি স্বাক্ষর করে সত্য এ অনল।
জ্যুতি দিক আলো হয়ে, শোভা দিক অরবিন্দ হয়ে
তোমারে সে অসীম আমরণে দিয়ে যাবে যা পারে
তাহাই ভালোবাসা আমার, তাহাই আমার প্রেম।
বন্ধু তোমারে দিলাম তা, স্বাক্ষর করে, সত্য করে -
মনে ও মুখে সহজ করে বলি, ভালোবাসি।
৪/১০/১৩, ঢাকা
©somewhere in net ltd.