![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!
শঙ্খচিল, ধানসিড়ি, লক্ষিপেঁচা, সুদর্শন, বেত ফল, মধুকূপী ঘাস
এই শব্দগুলো বাংলা সাহিত্যে যিনি নিজের করে নিয়েছেন তিনি লিখিছেলেন
"কবে যে কান্তার ছেড়ে আসিয়াছি নির্বাসিত আমি রাজপুত্রের মতন"
আজ নির্বাসিত সেই রাজপুত্রের প্রয়ান দিবস।
কবি জীবনানন্দ দাস, তুমি রবে নিরবে...হৃদয়ে বাংলার।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: হাজার বছর ধরে হাঁটিতেছি পৃথিবীর পথ
সিংহল সমুত্র থেকে নিশিথের অন্ধকারে ''''''''''''
অথবা
আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে
শংখ চিল শালিকের ভেসে ''''''''''
অথবা
সুরঞ্জনা বলনা কো কথা ঐ যুবকের সাথে
তার অসংখ্য সাহিত্য রস বাংলার প্রান
তার প্রতি শ্রদ্ধা ।।