![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমাদের সাকিব আল আহসানকে বিমান বন্দরে অপদস্ত করা নিয়ে আর না লিখে পারছি না।
এমপি, মন্ত্রীরা সব ভোট পেয়ে পাশ করেন না। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে পাশ করেন। কিন্তু সব ভোট পেয়ে যারা পাশ করেন তারা হলেন সাকিব, শচীন এর মত মানুষেরা। তাঁরা হলেন সব হৃদয়ের আপনজন। এমন আপনজনকে বিমানবন্দরে অপদস্ত করা মানে গোটা বাংলাদেশের (আমার যদি ভুল না হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীও সাকিবকে পছন্দ করেন) মানুষকে অপদস্ত করা।
প্রথম আলোতে অপদস্ত করার এই রিপোর্টটিতে এক ভদ্রলোক মন্তব্য করেছেন যে সাকিব হয়ত ২০০ টাকার টিকিট কেটে ঢুকেননি। খুব বিনয়ের সাথে বলছি, ২০০ টাকার টিকিট কেটেছিলেন কি না সাকিব তা জানি না। কিন্তু যদি তিনি নাও কেটে থাকেন তাহলে প্রথমত খুব বিনয়ের সাথে বলা যেত - স্যার, ২০০ টাকার টিকিট কাটার নিয়ম, দয়া করে যদি কেটে নেন। অথবা বিমানের কর্মকর্তাদের মধ্যে এমন কি একটা লোকও ছিলো না যে নাকি ২০০ টাকা দিয়ে সাকিবের জন্য একটা টিকিট কেটে ফেলবে গোপনে?
খুব ঘিন্না হচ্ছে নিজের উপর, এমন একটা দেশে জন্মেছি যেখানে গুনীর কদর হয় না। বেয়াদবে ভরে যাচ্ছে দেশ। ভানু বন্দোপাধ্যায়, যিনি মহা নায়ক উত্তম কুমারের জনপ্রিয়তার শুরুর ছবিগুলোর মূল নায়ক ছিলেন তিনিও কোন দাম পাননি বাংলাদেশে। পরে কলকাতায় গিয়ে পেয়েছেন সম্মান, দিয়ে গেছেন বাংলা সিনেমায় অসামন্য অবদান। আমরাকি সাকিবকে হারিয়ে তবে বুঝবো বেয়াদবীর পরিনাম কত ভয়ংকর হতে পারে!
অতি অবশ্যই এই বেয়াদবের শাস্তি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কি ঐ লোক এই ব্যাবহার করতে পারতো! মাননীয় প্রধানমন্ত্রীকে যতজন ভালোবাসেন এই দেশে, সাকিবকে তার চাইতে একজনও কম ভালোবাসেন!!
দেখি, ভুলে যাওয়া জাতি এই দুর্ব্যাবহারও ভুলে যায় নাকি এর এমন শাস্তি হয় যার শুদ্ধ ভাষা হচ্ছে দৃষ্টান্তমূলক। তারমানে এই শাস্তিটা যেন অন্যদেরকে দৃষ্টান্ত দেওয়া যায় যে দেখ, মানির মান না দেওয়ায় অমুকের এই ভয়ংকর শাস্তি হইছিলো।
We love you SAKIB.
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
সুখী মানুষ বলেছেন: আরে ভাই টিকিটের কথাতো কোথাও বলা নাই। রিপোর্টে আসছে যে তিনি কর্মকর্তাদের অনুমতি নিয়েই ভিতরে ঢুকেন।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: আনোয়ারা দেখল এতো গোল্ড স্মাগ্লিং গ্যাং এর কেউ না ,অতএব আউট!
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
সাইবার অভিযত্রী বলেছেন: We love you SAKIB.
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯
ম্যাংগো পিপল বলেছেন: বাল সমর্থক কোন ছ্যাচরা হলেও সমস্যা নাই
, সাকিব হলে সমস্যা
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬
শফিক১৯৪৮ বলেছেন: মানলুম সে একটা জাতীয় হিরো, তা ২০০ টাকার টিকিট কাটতে তার অসুবিধাটা কি? নেলসন ম্যান্ডেলাও টিকিট কেটেই সব জায়গাতে যেখানে টিকিট লাগে ঢোকেন।