নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

মান্নাদে, বিদায় হে অমর প্রাণ

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

"কফি হাউজ"

ব্যাস, আর কিছু কি বলা লাগলো?

বহু জনপ্রিয়, কালজয়ী গানের মধ্য দিয়ে তিনি অমর হয়েছেন, অনেকেই হন। কিন্তু এমন করে শব্দগুচ্ছের উপর অসীম কালের জন্য কপিরাইট কয়জন করে যেতে পারেন?



"ছোট বোন"



ব্যাস্ আর একটি কপিরাইট করা শব্দ। সে আমার ছোট বোন... মান্নাদে এমন করে কত শব্দকে যে নিজের করে নিয়েছেন তার সত্যিই কোন সংখ্যা নেই।



হৈমন্তীর কণ্ঠের বেশ কিছু গানের গীতিকার, সুরকারও কিন্তু মান্না দে। যদিও গায়ক মান্নাদের কথা বলাই শেষ হয়না বলে সুরকার, গীতিকার মান্নাদে'র কথা বলা হয়ে ওঠেনা কখনো।



অসীম কালের গ্রন্থিতে জন্ম হোক আরো লক্ষ কোটি মানুষের। তবে মৃত্যু হোক মান্নাদের মত সফল জীবন গড়ার পর। যে মৃত্যু আসলে শুরু হয় অমরতার।



কোটি বাঙ্গালীর এত ভালোবাসা নিতে নিতে "খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি .." হেসে বিদায় নাও মান্না দে, সম্মান আর ভালোবাসার বিদায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

সরল রৈখিক বলেছেন: :( :(

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

এহসান সাবির বলেছেন: মান্না দের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
তার আত্মা শান্তি পাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.