নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

জাষ্ট গেজ...

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

বাস চলছে। পিছন থেকে আর একটা বাস সামনে যাবে। সামনের বাস কিছুতেই সাইড দিচ্ছে না। শুরু হয়ে গেলো লড়াই। কুমিল্লার ভাষায় যাকে বলে টারাটারি। সামনের বাস চালক কৌশলী। এমন ভাবে চালাচ্ছেন যেন পিছনের বাস কিছুতেই সামনে যেতে না পারে। পিছনের বাস ড্রাইভার ক্রুদ্ধ, ত্যাক্ত-বিরক্ত। এক্সেলেটরে চাপ দেয় আর বলে, বাইন... সাইড দিবি না মানে? এরা দুই ড্রাইভারই ভুলে গেলেন তাদের ব্যাক্তিগত ইচ্ছা, প্রতিযোগীতার কাছে জিম্মি হয়ে গেছে অনেক যাত্রী, পথযাত্রী। এবং বাস নামক যন্ত্রটাও।



এবার বলুন এই মুহূর্তে কারা বাসযাত্রী, কারা ড্রাইভার?



(আপনাদের আন্দাজের জন্য লেখক দায়ী নয়)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বাসের উপমা ঠিক হয়নি।
গরু, গরুর গাড়ি আর সেই গাড়িতে সওয়ার হওয়া ১৬ কোটি যাত্রীর কথা বলেন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

রক্ত পলাশী বলেছেন: অামরা হলাম বাসের ছাদের মফিজ !! পড়ে গিয়ে মরে গেলেও কোনো ড্রাইভারের মা্থা ব্যা্থা নেই.....

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: ওই দুই স্বৈরাচারী বাস ড্রাইভার দুইটারে যাত্রীরা মিল্লা পাছায় লাত্থি মাইরা জানালা দিয়া ছুইড়া ফালাইলেকি কিন্তু সবচেয়ে টেকশই আর নির্ভরযোগ্য সমাধান পাওয়া সম্ভব :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.