নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

দেন না নহয় একশো...

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

ছোটবেলার কথা, পড়ি ক্লাশ ওয়ানে। আমাদের সময় পড়াশুনা ওয়ান থেকেই শুরু হতো। পরীক্ষার খাতা বাসা থেকে নিয়ে যাওয়া লাগতো। পরীক্ষার খাতা বানানো হলো।ভাইয়া বল্লেন, তোর রোল কত? আমি কিছুক্ষণ ভেবে বল্লাম, দেন না নাহয় একশো।



আজ পর্যন্ত রোল, রেজাল্টের কোন মানে বুঝি না। যেভাবে এতটা পথ পড়াশুনা করে আসলাম তারও মানে বুঝা হলোনা। কেবল মনে হয়, আড্ডার মত মজা করে লেখাপড়া শেখার কোন না কোন একটা রাস্তা নিশ্চয়ই আছে। যে লোকটা সুযোগের অভাবে পড়াশুনা করতে পারলোনা তার মেধাটাও হেলাফেলার কিছু না। শুধু আড্ডার মত করে শিক্ষা আর খেলার মত করে সৃষ্টির পথটা আবিষ্কারের অপেক্ষায় আছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

বেকার সব ০০৭ বলেছেন: ভাই আপনার ক্লাস ওয়ানের কথা মনে আছে, (আমার নাই কেন)
শুধু আড্ডার মত করে শিক্ষা আর খেলার মত করে সৃষ্টির পথটা আবিষ্কারের অপেক্ষায় আছি। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.