![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
সময়টা বড় অসময় এখন
প্রতিবাদ প্রতিহত হয় প্রতিশোধ ভেবে
সময়টা বড্ড বেশী অসময়।
শান্তির কামনারা সব ঠুকাঠুকি করে
মরে সাধারণ; যারা প্রভেদ বুঝে না
শান্তি ও অশান্তির। শান্তি বলতে বুঝে-
ঘরে ফেরা। শান্তি বলতে যারা বুঝে-
বউয়ের আঁচলের প্যাঁচে দুরন্ত শিশু।
সেই সব শিশুরাও ভালো নেই
যারা খারাপ যে থাকা যায় তাই জানে না।
সময়টা সেই সব শিশুদের কথা ভেবে
সময় হোক; অপেক্ষা এখন সময়ের।
২২/১২/২০১৩, ঢাকা
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
মশিকুর বলেছেন:
সময়টা আসলেই বড় অসময় এখন। কেউ ভালো নেই..